পর্তুগালের রোনালদোকে সেরা পাঁচেও রাখেননি ব্রাজিলের রোনালদো

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-30 19:50:52

প্রশ্নটা ছিল এমন-আপনার বিচারে বর্তমান সময়ের সেরা পাঁচ ফুটবলারের নাম বলুন?

প্রশ্নটা করা হয়েছিল ব্রাজিলের দু’বারের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদোকে। উত্তরে রোনালদো যে তালিকা দিয়েছেন তা দেখে হয়তো সবাই খুশি হবেন না। সিআর সেভেনের ভক্ত-সমর্থকরা তো একেবারে হা রে , হা রে করে তেড়ে উঠতেও পারেন। কারণ ব্রাজিলের রোনালদোর সেরা পাঁচে যে নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম!

-তাহলে কারা আছেন?

শুনি সেই নামগুলো। প্রথমেই আছেন লিওনেল মেসি। চলতি সময়ের মর্তের সেরা পাঁচে রোনালদোর পছন্দের বাকিরা হলেন- মোহাম্মদ সালাহ, এডেন হ্যাজার্ড, নেইমার ও কাইলিয়ান এমবাপ্পে।

মেসির ব্যাপারে ব্রাজিলের রোনালদোর রায়টা সুস্পষ্ট- ‘মেসি শুধু বর্তমানের নয়, এই বিশ্বের সব সময়ের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন সে। আমার তালিকার নাম্বার ওয়ানে থাকছে সে। তার সমকক্ষ কোনো প্রতিভাবানের দেখা পেতে ২০ থেকে ৩০ বছর সময় লেগে যেতে পারে। সেরাদের তালিকায় আমি রাখব সালাহ, হ্যাজার্ড, নেইমার এবং অবশ্যই এমবাপ্পেকে। এদের খেলা দেখতে আমি ভীষণ পছন্দ করি।’

ছয়বারের ব্যালন ডি’ওর জয়ী মেসিকে নিজের সেরাদের সেরা’র তালিকায় রাখলেও তার শীর্ষে পাঁচেও জায়গা নেই পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর!

ব্রাজিল তারকার এমন রায়ে যে কেউ ভ্রু কুঁচকাতেই পারেন!

প্যারিস সেন্ট জার্মেই’র স্ট্রাইকার এমবাপ্পে প্রসঙ্গে বিশ্বকাপ জয়ী রোনালদো বলেন- ‘ফুটবল মাঠে ফ্রান্স কেন ঝলক ছড়াচ্ছে সেটা এমবাপ্পেকে দেখলে বোঝা যায়। ২১ বছর বয়সী এই তরুণকে দেখে অনেকে বলে ও নাকি আমার মতো। দারুণ গতি আছে তার। দক্ষ ফিনিসারও। কখন কোথায় মুভ করতে হবে- সেটা ভালোই জানা তার। দু’পায়েও দুর্দান্ত শট নিতে পারে। লম্বা কদমে বল পায়ে ছুটে চলার তার গতিও অকল্পনীয়। ওর আর আমার মধ্যে বেশকিছু মিল আছে। তবে আমি কখনো তুলনা করতে পছন্দ করি না। বিশেষ করে এক সময় থেকে আরেক সময়ের খেলোয়াড়ের মধ্যে তুলনাটা আসলে করাই উচিত নয়। কারণ যে যার সময়ে খেলেছে তখন পরিস্থিতি ভিন্ন ছিল।’

লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ’রও ভূয়সী প্রশংসা করেন রোনালদো। তবে ফুটবল মানের বিচারে স্প্যানিশ লিগ নাকি ইংলিশ লিগ কোনটা সেরা- সেই প্রশ্নে ব্রাজিল তারকার উত্তরটা এমন- ‘আমাদের (স্প্যানিশ) লিগের চেয়ে প্রিমিয়ার লিগ বেশি ভালো কিনা সেটা ঠিক পরিষ্কার নয়। হয়তো বা টেলিভিশন স্বত্ব থেকে ক্লাবগুলো বেশি অর্থ পেয়ে থাকে। তবে বিশ্বের বেশিরভাগ ভালো খেলোয়াড় আমাদের লিগেই খেলে থাকে।’

ব্রাজিলের রোনালদো বারবার স্প্যানিশ লিগকে আমাদের লিগ আমাদের লিগ বলছেন কেন?

বলছেন কারণ, স্প্যানিশ লিগে খেলা রিয়াল ভ্যালোদোলিদ ক্লাবের বেশিরভাগ শেয়ারের মালিক যে তিনিই!

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে পড়া লা লিগা আগামী ১১ জুন থেকে ফের শুরু হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর