ব্রাজিলের এক ক্লাবেই ১৬ ফুটবলার করোনা পজিটিভ

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-28 14:32:32

করোনাভাইরাস মহামারীতে পর্যদুস্ত এখন ব্রাজিল। প্রতিদিনই দেশটিতে বাড়ছে মৃত্যুর হার। এক ফুটবল ক্লাবেই পাওয়া গেছে করোনাভাইরাসে আক্রান্ত ১৬ খেলোয়াড়কে! ক্লাবের নাম ভাস্কো দা গামা। বেশ কয়েক দফায় ক্লাবের ফুটবলার ও কর্মকর্তাসহ ২৫০ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সেই সিরিজ পরীক্ষা শেষে ১৬ জন ফুটবলার পজিটিভ প্রমাণিত হন।

করোনাভাইরাসের এই সময়টায় ব্রাজিলের ফুটবল এখন স্থগিত রয়েছে। তবে ভাস্কো দা গামা ক্লাবের ফুটবলাররা অনুশীলন প্রায় দু’মাসের মতো বন্ধ রাখার পর মাত্রই নতুন করে অনুশীলনে নেমেছিল। আর ঠিক তখনই করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ১৬ ফুটবলার সনাক্ত হলেন। ৪৩ জন ফুটবলারের করোনাভাইরাস টেস্ট হয়। যেখানেই ১৬ জনই পজিটিভ!

ভাস্কো দা গামা ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে- ফুটবলারদের মেডিকেল টেস্টের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আক্রান্তদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বস্তির খবর হলো আক্রান্তদের মধ্যে তিন জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

ভাস্কো দা গামা ক্লাবের ১৬ জন ফুটবলার করোনাভাইরাস টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার পর স্থগিত হয়ে পড়া ব্রাজিল ফুটবল লিগ শুরুর সম্ভাবনা আরেকবার অনিশ্চয়তার ঘেরাটোপে পড়ে গেল।

ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সোয়া পাঁচ লাখের মতো। আর মৃত্যুর সংখ্যা ২৯,৩১৪ জন।

এ সম্পর্কিত আরও খবর