ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: ত্রয়ী লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে আইসিসি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 03:58:09

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে এখন তদন্ত করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার খবরটি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী দুলাস আলাহাপেরুমা।

তবে অভিযুক্ত ত্রয়ী ক্রিকেটারের নাম জানাননি আলাহাপেরুমা। তারা সাবেক না বর্তমান ত্রিকেটার সেটাও জানাননি।

তবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে বর্তমানের সক্রিয় কোনো ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নামেনি আইসিসি, ‘এসএলসি বেশ শক্তভাবেই বিশ্বাস করে, মাননীয় মন্ত্রী আইসিসি’র দুর্নীতি দমন ইউনিটের তদন্তে নামার যে কথা উল্লেখ করেছেন, সেটা অবশ্যই সাবেক তিন ক্রিকেটারকে নিয়ে। সক্রিয় জাতীয় ক্রিকেটারদের নিয়ে নয়।’

হেরোইন রাখার দায়ে গ্রেপ্তার ফাস্ট বোলার শেহান মাদুশঙ্কাকে নিয়ে আলাহাপেরুমা বলেন, ‘এটা দুঃখজনক। তার কাছে দেশের অনেক বড় প্রত্যাশা ছিল।’ সঙ্গে জানান, দেশের স্কুল লেভেলের ক্রিকেটের মান উন্নয়নে নজর দিবে সরকার।

এ সম্পর্কিত আরও খবর