কর ফাঁকি মামলায় কস্তার ছয় মাসের জেল 

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 02:48:50

কর ফাঁকি দিয়েছিলেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবলার দিয়েগো কস্তা। তার শাস্তি স্বরূপ অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরওয়ার্ডকে ছয় মাসের জেল দিয়েছেন স্পেনের রাজধানী মাদ্রিদের একটি আদালত। 

তবে জেলে যেতে হচ্ছে না কস্তাকে। ৫ লাখ ৪৩ হাজার ২০৮ ইউরো (৪ লাখ ৮৫ হাজার ৩২৪ পাউন্ড) জরিমানা দিয়ে এ যাত্রায় পার পেয়ে যাচ্ছেন তিনি।

৩১ বছরের কস্তা ১.১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়ে ছিলেন। ২০১৪ সালে যুক্তরাজ্যের চেলসিতে যাওয়ার সময় ৫.১৫ মিলিয়ন ইউরো পেলেও তার কর দেননি। মেধা স্বস্ত্ব থেকে এক মিলিয়নের অধিক আয়ের ব্যাপারটাও লুকিয়ে ছিলেন তিনি।

তবে স্প্যানিশ আইন অনুযায়ী কস্তাকে জেলে যেতে হবে না। কারণ প্রাথমিক জরিমানার সঙ্গে বাড়তি সাড়ে ৩৬ হাজার ইউরো জরিমানা দিতে রাজি হয়েছেন তিনি।

স্পেনে সহিংসতা নয় এমন অপরাধের জন্য দুই বছরের নিচের জেল শাস্তি জরিমানা দিয়ে এড়িয়ে যাওয়া যায়। 

এ সম্পর্কিত আরও খবর