চ্যাম্পিয়ন হতে ২১ জুন মাঠে ফিরবে লিভারপুল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 04:53:51

ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে ১৭ জুন। প্রথম দিন হবে দুটি ম্যাচ। কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে আতিথ্য দিবে আর্সেনালকে। আর অ্যাস্টন ভিলা লড়বে শেফিল্ড ইউনাইটেডের মাঠে। খবরটা পুরনো। কিন্তু কোন ম্যাচ দিয়ে মাঠে প্রত্যাবর্তন হবে লিগের সেটা জানা ছিল না।

করোনাভাইরাস লকডাউনের পর ইংলিশ লিগ কর্তৃপক্ষ প্রথম তিন রাউন্ডের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করায় জানা গেল সেটাও। ১৭ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় অ্যাস্টন ভিলা-শেফিল্ড ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে ফের শুরু হচ্ছে স্থগিত প্রিমিয়ার লিগ। দ্বিতীয় ম্যাচে রাত ১টা ১৫ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির মুখোমুখি হবে আর্সেনাল।

১৯ জুন টটেনহ্যাম হটস্পারের মাঠ সফরে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই দুই জায়ান্টের লড়াই শুরু রাত ১টা ১৫ মিনিটে।

২১ জুন রাত ৯টা ১৫ মিনিটে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসিকে স্বাগত জানাবে অ্যাস্টল ভিলা। রাত ১২টায় ২৫ পয়েন্টের লিড নিয়ে লিগে শীর্ষে থাকা কোচ ইয়ুর্গেন ক্লপের লিভারপুল খেলবে এভারটনের ঘরের মাঠে।

হাতে থাকা ৯ ম্যাচের মধ্যে দুটি জিততে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে দ্য রেডদের। ম্যানসিটি প্রথম দিন আর্সেনালের কাছে হার মানলে আর মাঠের লড়াইয়ে ফিরেই জয়ের দেখা পেলে লিগ শিরোপা খড়া কাটিয়ে ফেলতে পারবে লিভারপুল।

তবে সব ম্যাচ হবে দর্শকহীন স্টেডিয়ামে। সঙ্গে থাকছে পাঁচ জন ফুটবলার বদলি করার সুযোগ।

২৯ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তালিকার সবার ওপরে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। তার পরেই রয়েছে লেস্টার সিটি (৫৩ পয়েন্ট), চেলসি (৪৮ পয়েন্ট) ও ম্যানইউ (৪৫ পয়েন্ট)। অষ্টম ও নবম স্থানে যথাক্রমে টটেনহ্যাম (৪১ পয়েন্ট) ও আর্সেনাল (৪০ পয়েন্ট)।

এ সম্পর্কিত আরও খবর