করোনা যুদ্ধে রিয়াল-অ্যাটলেটিকো জুটি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:26:50

মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ একে অন্যের প্রতিপক্ষ। কিন্তু করোনাভাইরাস ফুটবল ময়দানের এই দুই শত্রুকে এক করে দিয়েছে। দুই নগর প্রতিদ্বন্দ্বী করোনা যুদ্ধে এক সঙ্গে লড়তে এখন ঐক্যবদ্ধ।

করোনা সঙ্কটে স্পেনের রাজধানী মাদ্রিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে জুটি বেঁধেছে রিয়াল ও অ্যাটলেটিকো। দুই ক্লাব মিলে গড়ে চলেছে করোনা যুদ্ধের তহবিল। এই ক্যাম্পেইনের নাম দিয়েছে তারা ‘মাদ্রিদ ফর মাদ্রিদ’।

ইউরোপের বাজেভাবে করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম হলো স্পেন। দেশটিতে এখনো পর্যন্ত মারা গেছেন ২৭ হাজারের অধিক মানুষ। যার মধ্যে শুধু মাদ্রিদেই মারা গেছেন ৮ হাজার মানুষ।

প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধের জন্য লকডাউন জারি করায় স্থবির হয়ে পড়েছে স্পেনের অর্থনীতি। গত মাসে রেকর্ড ৫.২ মিলিয়ন মানুষ বেকারত্ব সুবিধা নিতে নাম রেজিস্ট্রি করেছেন।

এ সম্পর্কিত আরও খবর