অনুশীলনে ফিরেছে আফগানিস্তান ক্রিকেট দল

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-23 01:56:29

শ্রীলঙ্কা অনুশীলন শুরু করেছে। ইংল্যান্ড তো সামনের মাসেই টেস্ট ম্যাচ খেলবে। ইংল্যান্ড সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজও। করোনাকালেও ক্রিকেট মাঠে ফিরছে। সেই পথ ধরেই আফগানিস্তান ক্রিকেট দলও অনুশীলন শুরু করেছে। রোববার (৭ জুন) আফগানিস্তান অনুশীলন শুরু করেছে। রাজধানী কাবুলে হচ্ছে এই অনুশীলন।

আফগানদের ক্রিকেটে ফেরার এই খবর দিয়েছে তাদের ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি টুইট বার্তায় এই তথ্য জানায়। অনুশীলনের কিছু ছবিও পোস্ট করেছে বোর্ড।

গত ২ জুন অধিনায়ক আসগর আফগান, কোচ ল্যান্স ক্লুজনার ও প্রধান নির্বাচক অ্যান্ডি মোলসের সঙ্গে ভিডিও কনফারেন্সের সাহায্যে বৈঠক করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেই বৈঠকেই অনুশীলনে ফেরার সিদ্ধান্ত হয়।

অনুশীলনে দূরত্ব বজায় রেখেছেন আফগান ক্রিকেটাররা

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে- আজ রোববার আফগান দল অনুশীলনে ফিরেছে। অনুশীলন মাঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ও আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষার সকল বিধি-বিধান মেনে চলছে সবাই।

২১ নভেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ক্রিকেট সিরিজের একমাত্র সূচি আছে।

এ সম্পর্কিত আরও খবর