আট দলের চ্যাম্পিয়নস লিগের মিনি টুর্নামেন্ট লিসবনে!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 13:22:49

দ্রুত মৌসুম শেষ করতে নতুন ফরম্যাটে হতে পারে চ্যাম্পিয়নস লিগের শেষ অংশটা। চ্যাম্পিয়নস লিগের আট দলের নকআউট পর্ব ফিফা ক্লাব বিশ্বকাপের মতো হতে পারে একই জায়গায়। আসরের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের আয়োজক হওয়ার লড়াইয়ে পর্তুগালের লিসবনই এখনো পর্যন্ত ফেভারিট।

দর্শকহীন স্টেডিয়ামে দুই লেগের পরিবর্তে মিনি টুর্নামেন্টের আকারে ইউরোপ সেরাদের লড়াই আয়োজনে যদিও স্পেন, জার্মানি ও রাশিয়ার কথাও শোনা যাচ্ছে। তবে শেষ ষোল পর্বের বাকি চার ম্যাচ নিয়ে কি সিদ্ধান্ত হতে পারে তা এখনো পরিষ্কার নয়।

আর ইস্তাম্বুল থেকে টুর্নামেন্টের ফাইনাল সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করছে উয়েফা। আগের সূচিতে ফাইনাল হওয়ার কথা ছিল ৩০ মে। ইউরোপা লিগের ফাইনাল ২৭ মে হওয়ার কথা ছিল পোল্যান্ডের গদানস্কে। এই আসরের বাকি অংশটুকু চলে যেতে পারে জার্মানিতে।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে মার্চে স্থগিত হয়ে যায় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ। এই দুই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করতে ১৭ জুন বৈঠকে বসবে উয়েফার নির্বাহী কমিটি।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হতে পারে ২৩ আগস্ট। আর ইউরোপা লিগের ফাইনালের সম্ভাব্য সূচি ২১ আগস্ট।

এ সম্পর্কিত আরও খবর