মন জয় করে বিদায় নিলেন বসুন্ধরার বিশ্বকাপ তারকা

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 16:42:13

করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবকিছু। জীবনযাত্রা অনেকটাই থমকে আছে। এ অবস্থায় নেই মাঠের খেলা। বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুমও পরিত্যক্ত। তার পথ ধরেই হিসাবটাও পাল্টে গেল। মাঠের বাইরে থেকেই বসুন্ধরা কিংসকে বিদায় বললেন রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান তারকা দানিয়েল কলিনদ্রেস।

দুই মৌসুম ঢাকার ফুটবলে খেলে বিদায় বললেন তিনি। গত মে মাসে শেষ হয় তার চুক্তির মেয়াদ। এরমধ্যে করোনার কারণে খেলা বন্ধ থাকায় তার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা তেমন এগিয়ে যায়নি। চুক্তি নবায়ন করেনি বসুন্ধরা কিংস।

এ অবস্থায় ১৫ জুন ঢাকা ছাড়ছেন কলিনদ্রেস। অনেকটা আবেগঘন বিদায় হলো ৩৫ বছর বয়সী এই ফরওয়ার্ডের। বুধবার বসুন্ধরা কিংস আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে তাকে।

বিদায়ের আগে সবার মন জয় করেছেন এই ফুটবলার। প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠে আসে তার দল বসুন্ধরা কিংস। একইসঙ্গে জিতে দুটি ট্রফি। ফেডারেশন কাপ রানার্সআপ। চ্যাম্পিয়ন হয় প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপে।

চলতি মৌসুমে ফেডারেশন কাপ জিতে বসুন্ধরা। আর জয়ের নায়ক ছিলেন কলিনদ্রেস।

বুধবার বিদায়ী অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে উঠেন কলিনদ্রেস। সেই তিনটি চ্যাম্পিয়ন ও একটি রানার্সআপ ট্রফি সামনে রেখে ছবি তুলেছেন তিনি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ক্যারিয়ারে মনে রাখার মতো সময় কাটালাম বাংলাদেশে। বসুন্ধরা কিংসের ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফ দারুণ।’

দুই মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলে গেলেন কলিনদ্রেস। সন্দেহ নেই তাকে মনে রাখবে ঢাকার ফুটবল দর্শকরা।

এ সম্পর্কিত আরও খবর