‘‌বোলাররা তো এবার রোবট হয়ে যাবে'

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 23:47:41

করোনা পরবর্তী ক্রিকেটে যে অনেক পরিবর্তন আসছে সেটা জেনে গেছেন ক্রিকেট ভক্তরা। কারণ প্রাণঘাতী ভাইরাসটি থেকে রক্ষা পেতে সতর্ক থাকতেই হবে। এ কারণে পাঁচটি নিয়মে পরিবর্তন এনেই জুলাই থেকে ফের মাঠে গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট।

এই নতুন নিয়মে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন পেস বোলাররা। ক্রিকেট বল পালিশ করার জন্য থুতু ব্যবহার করতেন তারা। কিন্তু করোনার কারণে থুতু ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

সঙ্গতভাবেই এমন নিয়মে বেশ চটেছেন বোলাররা। এটা মেনে নিতে পারেননি পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি বলছিলেন, ‘‌দেখুন, এই সিদ্ধান্তের কারণে বোলাররা তো রোবট হয়ে যাবে! শুধু বল করে যেতে হবে তাদের। কোনো সুইং পাবে বলে মনে হয় না। বল পুরনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’‌

ক্যারিয়ারে আকরাম নিজেও বল পালিশ করতে লালা ব্যবহার করেছেন। কিন্তু এখন তো লালা থেকেই ছড়ায় করোনা। আকরাম বলেন, ‘‌আমি বল পালিশ করার জন্য থুতু ব্যবহার করেছি। বুঝতে পারছি বোলারদের কাজটা কত কঠিন হতে চলেছে।’‌

তবে নিয়ম তো মানতেই হবে। তাই বোলারদের একটা টিপসও দিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। আকরাম বলেন, ‘‌এক্ষেত্রে বল সুইং করানোর ক্ষেত্রে ভেসলিন ব্যবহারের কথা ভাবা যেতে পারে। যদিও এটা আইসিসি'র ব্যাপার। এখন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোখ রাখছি। বিষয়টি ভালো বুঝতে হবে সবার আগে।’

এ সম্পর্কিত আরও খবর