প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর ক্ষতি এক বিলিয়ন পাউন্ড

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 12:29:07

২০১৮-১৯ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ ২০ ফুটবল ক্লাবের সব মিলিয়ে আয় ছিল ৫ বিলিয়ন পাউন্ডের ওপরে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এত আয় আগে কখনো করতে পারেনি। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে ২০১৯-২০ মৌসুমে তেমনটা আর হচ্ছে না।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আয় এবার কমে যাবে অন্তত এক বিলিয়ন পাউন্ড। কেননা চলতি মৌসুমের খেলা স্থগিত হয়ে আছে মার্চ থেকে। আর ইংলিশ লিগের বাকি থাকা ৯২টি ম্যাচ হবে দর্শকহীন স্টেডিয়ামে। ফিন্যান্সিয়াল সার্ভিস ফার্ম ডিলয়েট এমনটাই জানিয়েছে।

ব্রডকাস্টারদেরকে অর্থ ফেরত দিতে হচ্ছে। হচ্ছে না ম্যাচডে আয়। ফলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর স্থায়ীভাবে ক্ষতি হচ্ছে ৫০০ মিলিয়ন পাউন্ড।

ম্যানচেস্টার ইউনাইটেড গত মাসে জানিয়েছে, করোনার কারণে ইতোমধ্যে ২৮ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে তাদের। রেড ডেভিল শিবির ধারণা করছে, ক্ষতির পরিমাণটা আরো বাড়বে।

এ সম্পর্কিত আরও খবর