২৪ ঘণ্টা পিছিয়েছে কমনওয়েলথ গেমস ২০২২

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 08:45:43

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর প্রভাব পড়েছে সারা দুনিয়ার ক্রীড়াঙ্গনের বর্ষপঞ্জিতে। বাদ যায়নি বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসও। তাই মূল সূচি থেকে ২৪ ঘণ্টা পিছিয়েছে এই ক্রীড়া আসর।

পূর্ব নির্ধারিত সময়সূচি থেকে বার্মিংহামে কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে এক দিন পর। ২০২২ সালের ২৮ জুলাই। আসরের পর্দা নামবে ৮ আগস্ট। মূল সূচিতে এ গেমসের পর্দা উঠার কথা ছিল ২৭ জুলাই। শেষ হওয়ার কথা ছিল ৭ আগস্ট।

সূচির এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের ওরেগনে হতে যাওয়া ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপসে অংশ নেওয়া অ্যাথলিটরা বাড়তি একটি দিন পাবেন ক্লান্তি ঝেড়ে ফেলতে। অ্যাথলেটিকসের আসরটি হবে ২০২২ সালের ১৫-২৪ জুলাই।

সঙ্গে ২০২২ ইউরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের সঙ্গে সাংঘর্ষিকও থাকছে না কমনওয়েলথ গেমস।

এ সম্পর্কিত আরও খবর