লিওনেল মেসি খেললেন। গোলের দেখাও পেলেন। সঙ্গে জেতালেন তার প্রিয় দল বার্সেলোনাকে। আর্জেন্টাইন এ সুপারস্টারের গোলের সুবাদে ন্যু ক্যাম্পে বার্সা ২-০ ব্যবধানে হারিয়েছে লেগানেসকে।
ঘরের মাঠের দুরন্ত এ জয় দিয়ে স্প্যানিশ লিগে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের (৫৯ পয়েন্ট) চেয়ে পরিষ্কার পাঁচ পয়েন্টে এগিয়ে গেল শীর্ষে থাকা বার্সা (৬৪ পয়েন্ট)। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান কমিয়ে দুইয়ে নামিয়ে আনতে পারবে কোচ জিনেদিন জিদানের দল।
পেনাল্টি থেকে গোল ব্যবধান দ্বিগুন করেন মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে রুবেন পেরেজ ফাউল করলে পেনাল্টি পায় কাতালানরা। সেই সুযোগ নির্ভুল নিশানায় কাজে লাগিয়ে ক্লাব ও দেশের হয়ে ৬৯৯তম গোলের দেখা পেয়ে যান বার্সার প্রাণভোমরা।
তার আগে অবশ্য স্বাগতিকদের এগিয়ে দেন ১৭ বছরের আনসু ফাতি। লা লিগায় গিনি-বিসাউ’র এ টিনেজ ফুটবলারের এটি পঞ্চম গোল।