করোনাকেও ‘ছক্কায়’ মাঠের বাইরে উড়িয়ে দেওয়ার পথে আফ্রিদি

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-22 00:11:52

ব্যাট করতে নামলেই তার কাছ থেকে গ্যালারির প্রত্যাশা একটাই- ছক্কা চারের ঝড়! মাঠের ব্যাটিংয়ের সেই মেজাজ এখন করোনার বিপক্ষে লড়াইয়েও দেখানোর অপেক্ষায় শহিদ খান আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক করোনা থেকে ক্রমশ সুস্থ হওয়ার পথে আছেন। ফেসবুক লাইভে এসে ভক্ত-সমর্থকদের সেই সুখবর শুনিয়েছেন পাকিস্তানের এই ক্রিকেট অলরাউন্ডার।

গত সপ্তাহে আফ্রিদি টুইট বার্তায় জানান- তিনি করোনা আক্রান্ত। আর ১৮ জুন, বৃহস্পতিবার ফেসবুকে বার্তা দিয়ে বললেন- ‘আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। শারীরিক দুর্বলতা কেটে যাচ্ছে। পেছনের কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার শারীরিক অবস্থা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েছিলেন। তাদের সবাইকে জানাচ্ছি, আমি এখন বেশ ভালো। আক্রান্ত হওয়ার শুরুর দুই-তিন দিনের সময়টা সত্যিই কঠিন যায়। তবে এখন আমি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছি। তবে এই সময়টায় সবচেয়ে কঠিন ব্যাপারটা হলো আমি আমার বাচ্চাদের যত্ন নিতে পারছি না। তাদের জড়িয়ে ধরতেও পারছি না। সবাইকে খুব মিস করছি। তবে এই সময় অতি অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। আশপাশের সবার কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

করোনার বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা জানাচ্ছিলেন আফ্রিদি- ‘করোনা নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। যতক্ষণ আপনি এর বিরুদ্ধে লড়াই না করছেন ততক্ষণ একে হারাতে পারবেন না। তাই সবাইকে সতর্ক হয়ে থাকতেই হবে।’

করোনা মহামারীর দুর্যোগে পড়া পাকিস্তানের সাধারণ মানুষকে সহায়তার জন্য উদারহাতে এগিয়ে এসেছিলেন আফ্রিদি। প্রতিদিন নিজেই ছুটে যেতেন বিভিন্ন জায়গায় অসহায় মানুষের সাহায্য-সহযোগিতা করতে। জানতেন নিজের আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আছে- ‘জানতাম যে এভাবে ঘরের বাইরে বেরোলে আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারি। আমি একটু দেরিতেই আক্রান্ত হলাম। এর আগে তো অসহায় মানুষের পাশে দাঁড়াতেও পারলাম। যারা আমার সুস্থতার কামনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। জানি আমার জন্য দেশ এবং দেশের বাইরেও অনেকে দু’হাত তুলে প্রার্থনা করেছেন।’

করোনার এই সময়টা গরীব-দুঃখী ও অসহায় মানুষদের সহায়তার আহবান জানিয়েছেন আফ্রিদি।

এ সম্পর্কিত আরও খবর