মাঠের লড়াইয়ে জ্বলে উঠলেন করিম বেনজেমা। দ্যুতি ছড়িয়ে পেলেন জোড়া গোলের দেখা। তার এ নৈপুণ্যেই রিয়াল মাদ্রিদ ঘরের মাঠের লিগ ম্যাচে ৩-০ গোলের অনায়াস জয় ছিনিয়ে নিয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
দুরন্ত এ জয় দিয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল দুইয়ে। ন্যু ক্যাম্পে লেগানেসকে ২-০ গোলে হারিয়ে পাঁচ পয়েন্টের লিড নিয়েছিল লিওনেল মেসির বার্সা।
সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়ালের হয়ে ২৪৩ গোল করেছেন ৩২ বছরের বেনজেমা। সুবাদে ছাড়িয়ে গেছেন ফেরেঙ্ক পুসকাসকে (২৪২ গোল)। সঙ্গে রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন বেনজেমা।
রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের বয়স ঘণ্টা পূর্ণ হতেই বেনজেমার প্রথম গোল বানিয়ে দেন চেলসির সাবেক ফরওয়ার্ড ইডেন হ্যাজার্ড। ম্যাচ শেষের ৪ মিনিট আগে অসাধারণ এক ভলি থেকে জোড়া গোল পূর্ণ করেন ফরাসি এ তারকা স্ট্রাইকার।
বদলি হিসেবে মাঠে নেমেই মার্কো অ্যাসেনসিও পান গোলের দেখা। বেনজেমার দুই গোলের মাঝে তার প্রথম স্পর্শেই আসে রিয়ালের দ্বিতীয় গোল।
অতিথি ভ্যালেন্সিয়ার হয়ে একটি গোল অবশ্য করেছিলেন রদ্রিগো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেয় ভিএআর। আর সার্জিও রামোসকে কয়েকবার লাথি দেওয়ায় ৮৯তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়ার লি ক্যাং।