বিশ্বকাপ ‘বিক্রি’র কথা বলে বিপাকে শ্রীলঙ্কান মন্ত্রী

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:11:33

একদিন আগেই তার কথায় রীতিমতো ভূমিকস্প হয়ে গেল ক্রিকেট বিশ্বে। অভিযোগটাও তো মারাত্মক- ঝড় তো উঠবেই। শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে জানান, তার দেশ ২০১১ বিশ্বকাপ ‘বিক্রি করেছে’! তবে এই কথা বলে এখন বিপাকে খোদ মন্ত্রী। শ্রীলঙ্কার এক জ্যেষ্ঠ আইনজীবী সতর্ক করে দিলেন!

যদিও এর আগেই এমন অভিযোগ তুলেছিলেন অর্জুনা রানাতুঙ্গা। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্রশ্ন তুলেছিলেন মুম্বাইয়ের সেই ফাইনাল নিয়ে। যেখানে ভারতের কাছে হেরে যায় শ্রীলঙ্কা। এরপর সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে একই অভিযোগ তুললেন!

২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হার মানে কুমার সাঙ্গাকারার দল। সেই ম্যাচটি নিয়ে আলুথাগমাগে ফাটালেন নতুন বোমা। তবে এনিয়ে চাপে পড়েছেন তিনি। কারণ এরইমধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। তার এই অভিযোগের প্রমাণ চেয়েছেন।

এ অবস্থায় আইনজীবী নিশান প্রেমাথিরত্নে জানাচ্ছিলেন, ‘দেখুন, ম্যাচ পাতানোর খবর অথবা কোনো দুর্নীতির কথা তদন্তের সময় গোপন রাখা আইসিসি ও শ্রীলঙ্কার আইনে অপরাধ। এখন সবচেয়ে ভালো উপায় হলো আইসিসি’র দুর্নীতি বিরোধী ইউনিটে (আকসু) ব্যক্তিগত পর্যায়ে অভিযোগ করা। সন্দেহ করেও আইসিসি’র দুর্নীতি বিরোধী কমিশনকে সঠিক সময়ে না জানানোয় অপরাধের ভাগীদার মন্ত্রী নিজেও।’

তার মানে প্রমাণ দিতে না পারলে দেশের আইনে ফাঁসবেন আলুথগামাগে। তিনি ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ক্রীড়া মন্ত্রী পদে ছিলেন। এই মানুষটিই একদিন আগে বলেন, ‘দেখুন, ২০১১ বিশ্বকাপ ফাইনাল পাতানো হয়েছিল। আমি যা বলেছি, তা জোর দিয়েই বলছি। এমনকি আমি তখনকার ক্রীড়ামন্ত্রী হয়েও কথাটা বিশ্বাস করি।' তবে ক্রিকেটারদের জড়াননি তিনি। জানান, 'আমি খেলোয়াড়দের জড়াচ্ছি না। অবশ্য দলের কিছু অংশ ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল।’

এটাও ঠিক ক্রিকেটারদের ছাড়া ম্যাচ পাতানো অসম্ভব। ব্যাপারটাতেই প্রশ্ন রাখছেন সাঙ্গাকারা। তিনি শুক্রবার বলছিলেন, ‘সত্যি বলতে কি এনিয়ে আগে তদন্ত করা হোক, তাহলেই আর এ নিয়ে অযথা জল্পনা-কল্পনা করতে হবে না। এখন সেটাই হবে সবচেয়ে ভালো পদক্ষেপ।’

ভারতের বিশ্বকাপ জয়ে কলঙ্ক তো লাগলই একইসঙ্গে এই বিতর্ক মনে হচ্ছে সহজে শেষ হবে না!

এ সম্পর্কিত আরও খবর