বিশ্বকাপ ফাইনাল ‘পাতানো’র অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে শ্রীলঙ্কা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 06:44:43

২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ছিল পাতানো। ক্রিকেটের বিশ্ব ট্রফিটা শ্রীলঙ্কা বাজে খেলে হাত ছাড়া করেনি। ভারতের কাছে ফাইনালটা বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা দলের একটি অংশ। এমন বিস্ফোরক মন্তব্য করেই ক্রিকেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে।

সাবেক ক্রীড়া মন্ত্রী আলুথগামাগের এমন অভিযোগ নিয়ে এবার তদন্তে নামছে শ্রীলঙ্কা। দেশটির বর্তমান ক্রীড়া মন্ত্রী দুলাস আলাহাপ্পেরুমা ইতোমধ্যে তদন্তের আদেশ দিয়েছেন। তদন্তের আপডেট নিয়ে প্রতি দুই সপ্তাহ অন্তর রিপোর্টও চেয়েছেন তিনি। আলাহাপ্পেরুমার নির্দেশ পেয়েই ক্রীড়া সচিব কেএডিএস রুয়ানচন্দ্র মন্ত্রণালয়ের তদন্ত ইউনিটে অভিযোগও দায়ের করে ফেলেছেন।

তবে আলুথগামাগের ফাইনাল পাতানোর অভিযোগ নাকচ করে দিয়েছেন সাবেক দুই অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। সাবেক মন্ত্রীর কাছে দুজনেই প্রমাণ চেয়েছেন।

বর্তমানের জ্বালানি মন্ত্রী আলুথগামাগে অভিযোগ করেন, ‘আজ আমি আপনাদের বলছি যে আমরা ২০১১ বিশ্বকাপ বিক্রি করে দিয়েছিলাম। আমি তখন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী ছিলাম।’

এ সম্পর্কিত আরও খবর