প্রিয় ক্যাপ্টেনের জন্য সতীর্থদের প্রার্থনা

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 22:53:25

দিন কয়েক আগেই এক লাইভ অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছিলেন- ‘বাংলাদেশের অধিনায়ক একজনই। তিনি মাশরাফি বিন মর্তুজা।’ ঠিক তাই, সত্যিকারের নেতা এই তিনি। সেই তারকা ক্রিকেটার এখন করোনা আক্রান্ত। শনিবার পেয়েছেন দুঃসংবাদ! নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কোভিড-১৯ পজেটিভ।

এ অবস্থায় চিন্তিত ভক্তরা। চিন্তিত তার সতীর্থরাও। সবারই প্রার্থনার জায়গা প্রিয় ক্যাপ্টেন। সবারই প্রত্যাশা মাশরাফি দ্রুত করোনা নেগেটিভ হয়ে উঠবেন।

পাশে আছেন প্রিয় সতীর্থ মুশফিকুর রহিম। ফেসবুকে তিনি লিখলেন, ‘আপনি সব সময়ের চ্যাম্পিয়ন। ইনশাল্লাহ আপনি সব বাধা পেরিয়ে আসবেন। বিলিয়ন মানুষের দোয়া রয়েছে আপনার জন্য। আপনাকে দেশের প্রয়োজন।’

মাশরাফির জন্য উদ্বিগ্ন তাসকিন আহমেদ। জাতীয় দলের এই তারকার সঙ্গে ম্যাশের সম্পর্কটাও দারুণ। যাকে হিরো বলে ডাকেন অধিনায়ক। সেই তাসকিন শনিবার খবরটা শুনতেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘ইনশাল্লাহ, সবকিছু ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ হেফাজত করুন। সবাই মন থেকে দোয়া করবেন। আপনি সব বাধা দূর করে জয়ী হয়েছেন, এ বাধাও দূর করবেন ইনশাআল্লাহ। শক্ত থাকুন চ্যাম্পিয়ন।’

একইভাবে মাশরাফির পাশে আছেন জাতীয় দলের আরেক পেসার রুবেল হোসেন। তিনি ফেসবুকে লিখলেন, ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দেবেন প্রিয় ম্যাশ ভাই।’ একইভাবে পাশে আছেন ওপেনার লিটন দাসও। তিনি অন্তর্জালে লিখলেন, ‘খুব দ্রুত সুস্থতা কামনা করছি।’

মেহেদী হাসান মিরাজও অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করলেন। তিনি ফেসবুকে লিখেছেন ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দেবেন মাশরাফি ভাই। আপনারা মাশরাফি ভাইয়ের জন্য দোয়া করবেন।’

সৌম্য সরকারও প্রার্থনা করছেন মাশরাফির জন্য। তিনি ফেসবুকে লিখেছেন, ‘শক্ত থাকুন চ্যাম্পিয়ন।’

সাব্বির রহমান খবরটা শুনতেই ফেসবুকে লিখলেন, ‘মাশরাফি ভাই করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। সবাই মাশরাফি ভাইয়ের জন্য দোয়া করবেন।’ মোসাদ্দেক হোসেনের প্রার্থনা, ‘ম্যাশ কোভিড পজিটিভ। ইনশাল্লাহ দ্রুত আপনি আরোগ্য লাভ করবেন।’

ইমরুল কায়েস প্রিয় ক্যাপ্টেনের খবর শুনে বিচলিত। তিনি ফেসবুকে লিখলেন, ‘মাশরাফি ভাইয়ের করোনায় পজিটিভ হওয়ার খবরটি সত্যিই হৃদয় ভেঙে দেওয়ার মতো খবর। আশা করি ভাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীও খবরটা শুনতেই মাশরাফির জন্য চিন্তিত। এই তরুণ ক্রিকেটার তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনি সমস্ত যুদ্ধ জিতেছেন, আপনি এই যুদ্ধও জিতবেন ইনশাল্লাহ।’

শুধু ক্রিকেটাররাই নয়, গোটা দেশের মানুষের শুভ কামনা সঙ্গে আছে মাশরাফির।

এ সম্পর্কিত আরও খবর