আসছে ১০০ বলের ক্রিকেট

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 21:02:34

ক্রিকেটকে আরো জমজমাট ও বিনোদিত করতে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে ১০০ বলের ক্রিকেট। চলতি মাসেই পরীক্ষামূলকভাবে মাঠে গড়াবে! খেলা হবে পুরুষ-নারী দুই বিভাগেই। আর ২০২০ সালে ১০০ বলের একটি টুর্নামেন্ট আয়োজন করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

১০০ বলের ক্রিকেটে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শেষ ওভারটি। কেননা ১৫ ওভার পর্যন্ত ৬টি করে বল করতে পারবেন বোলাররা। কিন্তু শেষ ওভারটির কি হবে। এ সমস্যার সমাধান যদিও করে ফেলেছেন আয়োজকরা। ঐ ওভারটির বল সংখ্যা হবে ১০টি। মানে একজন বোলার ১০ বলে এক ওভার করবেন।

১৬ সেপ্টেম্বর নটিংহাম্পশায়ারের ট্রেন্ট ব্রিজে শুরু হয়ে পুরুষ খেলোয়াড়দের ১০০ বলের ক্রিকেট শেষ হবে ১৮ সেপ্টেম্বর। আর লাফবোরোতে ১৪, ১৫ ও ২৭ সেপ্টেম্বর হবে নারীদের ক্রিকেট।

১০০ বলের ক্রিকেট পরীক্ষামূলকভাবে মাঠে গড়াবে ৮টি দল নিয়ে। খেলোয়াড় বেছে নিতে থাকছে আবার প্লেয়ার ড্রাফট। আর টুর্নামেন্টে থাকবে প্লে অফও।

এ সম্পর্কিত আরও খবর