সাত ম্যাচ পর জয়ে ফিরল টটেনহ্যাম

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:42:20

লকডাউনের পর নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল টটেনহ্যাম হটস্পার। স্বাগতিক স্পার শিবিরকে রুখে দিয়েছিল অতিথি ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে ফিরে অবশেষে দ্বিতীয় ম্যাচে এসেই জয়ের দেখা পেল কোচ হোসে মরিনহোর দল। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়ে দিল টটেনহ্যাম। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ পর জয় পেল তারা।

ম্যাচের ৬৪তম মিনিটে চেক মিডফিল্ডার টমাস সোউসেক ভুলে আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় টটেনহ্যাম। ম্যাচ শেষের আট মিনিট আগে দ্বিতীয় গোলটি করেন তারকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ২০২০ সালে এটিই তার প্রথম গোল।

প্রিমিয়ার লিগে এখনো তাদের সাত ম্যাচ বাকি। কিন্তু এই হারে দ্য হ্যামার শিবির পৌঁছে গেছে অবনমন অঞ্চলের দ্বারপ্রান্তে। গোল ব্যবধানে কোনোমতে বোর্নমাউথের ওপরে রয়েছে ওয়েস্ট হ্যাম।

৩১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে গেছে টটেনহ্যাম। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে ওয়েস্ট হ্যাম। শীর্ষ চারে রয়েছে যথাক্রমে কোচ ইয়ুর্গেন ক্লপের লিভারপুল (৮৩ পয়েন্ট), পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি (৬৩ পয়েন্ট), লেস্টার সিটি (৫৫ পয়েন্ট) ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি (৫১ পয়েন্ট)। পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড (৪৬ পয়েন্ট)।

এ সম্পর্কিত আরও খবর