শূন্য হাতেই ফেরার অপেক্ষায় বাংলাদেশ!

ফুটবল, খেলা

আপন তারিক, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:06:49

এবার খালি হাতেই এশিয়ান গেমস থেকে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। জাকার্তা-পালেমবাং গেমসে নেই কোন সুখবর। গতবার এশিয়ার অলিম্পিক থেকে দুটো পদক পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। একটি ক্রিকেট, অন্যটি কাবাডি থেকে। এবার ক্রিকেট নেই। আর পুরুষ-নারী কাবাডির দুই দলই ব্যর্থ।

একইভাবে আশার প্রদীপ হয়ে জ্বলতে থাকা শুটিং ও আর্চারি থেকেও নেই কোন ভাল খবর।

ফুটবল, হকি, সাঁতার, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, রেসলিং, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোয়িংয়েও পদক জেতা হচ্ছে না। ১১৭ জন অ্যাথলিটের বাংলাদেশ দল পদক ছাড়াই হয়তো দেশে ফিরছে এবার।

সবচেয়ে বেশি হতাশ করেছেন দেশের শ্যুটাররা। কমনওয়েলথ গেমসে দুটি রৌপ্য জিতে আশাবাদী করে তুলেছিলেন যারা, সেই তারকারাই যারপরনাই ব্যর্থ। পালেমবাং জাকাবারিং শ্যুটিং রেঞ্জে হতাশ করেছেন দেশসেরা শ্যুটাররা। কমনওয়েলথে পদক জেতা আব্দুল্লাহেল বাকী ১০ মিটার এয়ার রাইফেলে ৪৪ জনের মধ্যে ১৯তম। শাকিল আহমেদ ৪০ জনের মধ্যে ২২তম।

দুঃখজনক হলেও সত্য, ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে কোয়ালিফাই করতে পারেননি কেউ। একইভাবে ব্যর্থ মেয়েরাও। ১০ মিটার এয়ার রাইফেলে উম্মে জাকিয়া সুলতানা ৬১২.৬ স্কোরে ২৫তম অার শারমিন আক্তার রত্না ৬০৯.৭ স্কোরে নিয়ে ৩৪তম। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে শারমিন শিল্পা ৩৪ জনের মধ্যে আছেন সবশেষ অবস্থানে।

৫০ মিটার ফ্রি পিস্তলে শাকিল আহমেদ কমনওয়েলথ গেমসে রুপা জিতেন। জার্কাতা গেমসে এই ইভেন্ট না থাকায় অংশ নেন ১০ মিটার এয়ার পিস্তলে। এখানে ২২তম হন তিনি।

একইভাবে ব্যর্থ হয়েছেন মাবিয়া আক্তার। দেশসেরা এই ভারোত্তোলক শুক্রবার ১৭৮ কেজি ওজন তুলে ৬জনের মধ্যে হয়েছেন ষষ্ঠ। নিজের সেরাটা দিতে পারেন নি তিনি।

ব্যর্থ দেশের সাতারুরাও। মাহফিজুর রহমান সাগর ও খাদিজা আক্তার হতাশা পুঁড়িয়েছেন। বাছাই পর্বের বৈতরনী পার হতে পারেন নি কেউ। নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে খাদিজা আক্তার ২ নম্বর হিটে অষ্টম হয়েছেন। ৩০ সাঁতারুর মধ্যে তিনি হয়েছেন ২৭তম। ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলের হিটে মাহফিজুর রহমান সাগর ৪৭ জনের মধ্যে ৩৫তম।

তবে পদক না জিতলেও আশার আলো দেখিয়েছে ফুটবল আর হকি। হকিতে প্রথম ম্যাচে ২-১ গোলে ওমানকে ও দ্বিতীয় ম্যাচে ৬-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে এরপরই ০-৭ গোলে মালয়েশিয়ার কাছে হার মানে দল।

তবে মনে রাখার মতো ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। এবারই প্রথম দল উঠে এশিয়ান গেমসের নকআউট পর্বে। বিশ্বকাপ আয়োজক কাতারের বিপক্ষে জয়টা স্মরণীয় হয়ে আছে। তবে দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার কাছে ১-৩ গোলে হেরে থামে জামাল ভুঁইয়াদের রূপকথা। তবে সুন্দর আগামী প্রতিশ্রুতি নিয়েই দেশে ফিরছেন ফুটবলাররা।

এ সম্পর্কিত আরও খবর