বার্সাকে টপকে শীর্ষে ফিরল রিয়াল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 07:32:30

জমে উঠেছে স্প্যানিশ লিগ ট্রফি জয়ের লড়াই। একবার রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় তো বার্সেলোনা তাদের টপকে ফেলে। মঙ্গলবার রাতে সান্টিয়াগো বার্নাব্যু শিবিরকে পিছনে ফেলেছিল ন্যু ক্যাম্প।

কিন্তু ২৪ ঘণ্টা পেরোতেই পাল্টে গেল পয়েন্ট তালিকায় দুদলের অবস্থান। ঘরের মাঠে মায়োর্কাকে অনায়াসে ২-০ গোলে ধরাশায়ী করে ফের বার্সাকে ছাড়িয়ে গেল চির শত্রু রিয়াল।

কোচ জিনেদিন জিদানের দলের পুঁজি এখন বার্সেলোনার সমান ৬৮ পয়েন্ট। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল।

রিয়ালের অনুশীলন মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকদের লিড এনে দেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস। বিরতির পর দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিকে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। চলতি মৌসুমে এটি তার দশম গোল।

রিয়ালের এখনো সাতটি ম্যাচ বাকি। এখন সবগুলো ম্যাচ জিতলে ২০১৭ সালের পর প্রথম লিগ ট্রফি নিশ্চিত হয়ে যাবে তাদের।

দ্বিতীয়ার্ধে মায়োর্কার হয়ে মাঠে নামেন ১৫ বছরের লুকা রোমেরো। অভিষেক ম্যাচেই রোমেরো গড়েছেন রেকর্ড। লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার এখন তিনি।

এ সম্পর্কিত আরও খবর