অবিশ্বাস্য সেরা অর্জন, স্বপ্নের চেয়েও বেশি- ইয়ুর্গেন ক্লপ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 21:28:19

৩০ বছরের অপেক্ষার অবসান হলো লিভারপুলের। শিরোপা খরা কাটল কোচ ইয়ুর্গেন ক্লপের হাত ধরে। অ্যানফিল্ডের নামের পাশে যোগ হলো ক্লাব ইতিহাসের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা।

তবে শিরোপা জয়ের মিশন মোটেই সহজ ছিল না। ছিল না কষ্টের কোনো সীমা। বন্ধুর পথ পেরিয়ে নতুন দিনের সূর্যের আলো ছিনিয়ে নিয়েছে দ্য রেড শিবির। রুপালি হাসি দেওয়ার দীর্ঘ পথটা ছিল ভাবনার চেয়েও কঠিন। অনুভবের চেয়েও মুশকিল। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের মত অন্তত তেমনই, ‘লিগ শিরোপা জেতা আমি যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি কিছু।’

অনুভূতি প্রকাশের ভাষাই যেন হারিয়ে ফেলেছেন যারপরনাই খুশি জার্মান ফুটবল গুরু ক্লপ, ‘চ্যাম্পিয়ন হওয়া আমার কল্পনার মতোই সেরা কিছু। আমার স্বপ্নের চেয়েও বেশি কিছু। এটা অবিশ্বাস্য। জেতা যতটা সম্ভব ভেবেছিলাম তার চেয়ে বেশি কিছু।’

লিভারপুলের জার্সি গায়ে জড়িয়ে আবেগপ্রবণ হয়ে উঠা ক্লপ বলেন, ‘লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন হওয়াটা সম্পূর্ণ অবিশ্বাস্য। আমার ফুটবলারদের জন্যও অবিশ্বাস্য অর্জন। তাদের কোচ হিসেবে নির্ভেজাল আনন্দই পাচ্ছি আমি।’

কোচ ক্লপের আনন্দ একটু বেশিই হবে। কারণ ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ টুর্নামেন্টের ১৩২ বছরের ইতিহাসে প্রথম জার্মান কোচ হিসেবে চ্যাম্পিয়ন হলেন তিনি।

বৃহস্পতিবার রাতে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে ২-১ গোলে হার মানে কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সুবাদে বল স্পর্শ না করেই সাত ম্যাচ হাতে রেখে পরিষ্কার ২৩ পয়েন্টে এগিয়ে থেকে লিগ ট্রফি নিশ্চিত করে দ্য রেড শিবির।

এ সম্পর্কিত আরও খবর