সম্ভাবনা উজ্জ্বল, সাকিব খেলছেন এশিয়া কাপে!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-09-01 15:33:12

সাকিব আল হাসানকে ছাড়া এশিয়া কাপ? নাকি সাকিবকে নিয়েই এশিয়া কাপ? এমন একটা দোলাচল চলছিল। কড়ে আঙ্গুলে পুরানো চোট নিয়ে সাকিব এশিয়া কাপে খেলবেন। নাকি অস্ত্রোপচারের জন্য এই টুর্নামেন্ট মিস করবেন?

এই প্রশ্নের উত্তরে বিসিবি থেকে আপাতত যে উত্তর মিলেছে তা শুনে সবাই একটু নির্ভার হতে পারেন-সাকিব খেলছেন। তাকে কেন্দ্রস্থলে রেখেই সেপ্টেম্বরের এই টুর্নামেন্টের জন্য রণ পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। বিসিবির এক শীর্ষ কর্তা এই প্রসঙ্গে বার্তা২৪.কম কে জানান-‘আপনি লিখে দিতে পারেন, এশিয়া কাপে সাকিবের খেলার সম্ভাবনা উজ্জ্বল।’

- সেই সম্ভাবনার হার কি শতভাগ নিশ্চিত?

এই প্রতিবেদকের অমন নিশ্চয়তা চাওয়ার তাড়া দেখে বিসিবি’র প্রভাবী সেই কর্মকর্তা একটু সাবধানী হলেন-‘দেখুন, সেই সিদ্ধান্ত এখনই দেয়ার উপায় নেই। বোর্ড সভাপতি এসে নির্বাচক এবং টিম অপারেশন্স কমিটির সঙ্গে বৈঠক করবেন। এখানে সাকিবের মতামতটাও জরুরি। দলের ফিজিও তার বিশ্লেষণ জানাবেন। তারপর আমরা এই বিষয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত জানাতে পারবো।’

১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেটকে বিসিবি অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করছে। সামনের বছরের বিশ্বকাপের আগে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে সূচিতে আর বহুদলীয় কোন ওয়ানডে টুর্নামেন্ট নেই। তাই বিশ্বকাপের জন্য বড় প্রস্তুতি হিসেবেই এবারের এশিয়া কাপকে বিবেচনা করছে বাংলাদেশ। আর সেজন্যই এই টুর্নামেন্টে বাংলাদেশ পুরো শক্তির দল নিয়েই খেলতে চায়। সেই বিবেচনায় দলে সাকিবের প্রয়োজনটা অপরিহার্য। বড় কোন টুর্নামেন্টে সাকিবের না থাকা মানে একাদশ সাজাতে গিয়ে বাংলাদেশ এলোমেলো হয়ে পড়ে। ওয়ানডে দলে সাকিব বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৮ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর তাই ওয়ানডেতে সাকিবকে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই সেরা অস্ত্র মেনেই ম্যাচ পরিকল্পনা সাজায় বাংলাদেশ। দুবাই ও আবুধাবির উইকেটে সাকিবের বোলিং দলের জন্য দারুণ কার্যকর হবে। এমন মোক্ষম উইকেটে ম্যাচ উইনার সাকিবের সার্ভিস কিছুতেই মিস করতে চায় না বাংলাদেশ। 

তাহলে সাকিবের আঙ্গুলের অস্ত্রোপচারের কি হবে?

বিসিবি তো সেই সিদ্ধান্ত অনেক আগেই দিয়ে রেখেছে। এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণার আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলে দেন-‘এশিয়া কাপে সাকিবকে নিয়েই খেলতে চায় বাংলাদেশ। যদি সমস্যা না থাকে তবে আঙ্গুলের চোটের অস্ত্রোপচার এই টুর্নামেন্টের পরে করাবে সাকিব।’

এশিয়া কাপের পরপরই জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলতে। সাকিব সেই সিরিজে বিশ্রাম দিতে চায় বিসিবি। আঙ্গুলের অস্ত্রোপচারের জন্য সেই সময়টা যাতে সাকিব বেছে নেন; সেটাই বিসিবির চাওয়া।

এই প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী রোববার (২৬ আগস্ট) বার্তা২৪.কম কে জানান-‘সাকিবের ইনজুরির অস্ত্রোপচারের বিষয়ে নতুন কোন তথ্য আমার কাছে নেই। সাকিব দেশে ফিরে নিজেই এই ব্যাপারে তার মতামত জানাবেন। এই অপারেশনের সময়টা মুলত এখন সাকিবের ওপরই নির্ভর করছে।’

একটা বিষয় ডাঃ দেবাশীষ পরিস্কারভাবে জানান-‘এই অস্ত্রোপচারের ব্যাপারে দ্রুততা কোন বড় ফ্যাক্টর নয়। ইনজুরিটা যার তিনি কিভাবে নিজের সমস্যা মানিয়ে নিতে পারছেন সেটা বড় ব্যাপার।’

সাকিব আল হাসান চলতি বছরের ২৭ জানুয়ারি ঢাকায় তিনজাতি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পান। সেই ম্যাচে তিনি আর ব্যাটিংয়ে নামতে পারেননি। তবে সেই টুর্নামেন্ট শেষে সাকিব এপ্রিলে ভারতের আইপিএলে ব্যস্ত মৌসুম কাটান। জুনের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টিতেও খেললেন। চলতি বছর জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টির সবকটি ম্যাচেই খেললেন মাঠে নামলেন। বিসিবি আশা করছে পুরানো চোট নিয়ে সাকিব পেছনের এতগুলো ম্যাচ খেলতে পারলে এশিয়া কাপে খেলতেও তার বড় কোন সমস্যা হওয়ার কথা নয়।

২৭ আগস্ট সোমবার থেকে এশিয়া কাপের প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। তবে অনুশীলন ক্যাম্পের প্রথমদিনে সাকিব যোগ দিতে পারছেন না। হজ পালন শেষে দেশে ফিরে ২৮ আগস্ট তার এই ক্যাম্পে যোগ দেয়ার কথা।

এ সম্পর্কিত আরও খবর