লঞ্চ দুর্ঘটনায় হতবাক সাকিব-মুশফিকরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 02:01:07

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনায় শোকাহত পুরো বাংলাদেশ। সঙ্গে শোকাহত দেশের ক্রিকেটাঙ্গনও। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় স্তম্ভিত টাইগার ক্রিকেটাররা। সর্বশেষ হিসাব বলছে, লঞ্চ ডুবিতে অন্তত ৩২ জনের প্রাণহানি ঘটেছে। তাই শোক ও দুঃখ প্রকাশ করার ভাষাই যেন হারিয়ে ফেলেছেন ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান, তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও স্টার পেসার রুবেল হোসেন।

সকল আত্মার শান্তি কামনা করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে লিখেন, ‘প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চার মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানি এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনো ভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।

পুরো পৃথিবীর এই ভয়ঙ্কর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোনো সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনাসহ সকল দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ।

মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারা জীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।'

হতবাক মুশফিকুর রহিম শোক জানিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে, ‘বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানিতে আমি হতবাক ও শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনও পর্যন্ত ভালো বছর নয়...।’

তারকা ক্রিকেটার রুবেল হোসেন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে, ‘এসেছিল স্বপ্নের নগরীতে বেঁচে থাকার আশায়। কে জানত নিজেরাই চলে যাবে স্বপ্নপুরিতে।

অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটি দুর্ঘটনা...। বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।

হে মহান আল্লাহ আপনি সকল নিহতের পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দান করুন। #আমিন’

এ সম্পর্কিত আরও খবর