মেসির ৭০০তম গোলেও জয় বঞ্চিত বার্সা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 04:15:41

ক্যারিয়ারের ৭০০তম গোলের দেখা পেলেন অবশেষে। অপেক্ষা ফুরাল লিওনেল মেসির। কিন্তু আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরের পানেনকা পেনাল্টি গোলও যে জয় এনে দিতে পারল না বার্সেলোনাকে। ন্যু ক্যাম্পেই কাতালান জায়ান্টকে ২-২ গোলে রুখে দিলো অ্যাটলেটিকো মাদ্রিদ।

আগের ম্যাচে সেল্টা ভিগোর মাঠেও ২-২ গোলে ড্র করেছিল বার্সা। এনিয়ে টানা দুই ম্যাচে জয় বঞ্চিত রইল তারা।

বার্সার এই ড্রয়ে সুবিধা হলো রিয়াল মাদ্রিদেরই। লা লিগা শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে রইল সান্টিয়াগো বার্নাব্যু শিবির। এক ম্যাচ কম খেলা চিরশত্রু রিয়ালের (৩২ ম্যাচে ৭১ পয়েন্ট) চেয়ে এক পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানেই রয়ে গেল বার্সা (৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট)।

মঙ্গলবার রাতের ম্যাচে দিয়েগো কস্তার ভুলে ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। ১৯ মিনিটে পেনাল্টি থেকে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান সাউল নিগুয়েজ।

৫০ মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে ফের লিড এনে দেন মেসি। জান অবলাক উল্টো দিকে ডাইভ দিলে ঠাণ্ডা মাথার চিপে বল জালে জড়িয়ে দেন বার্সার প্রাণভোমরা। ক্লাব ও দেশের হয়ে ৭০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ এ গোলদাতা। ক্লাবের হয়ে ৭২৪ ম্যাচে মেসির এটি ৬৩০তম গোল।

১৯৭৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে চেকোস্লোভাকিয়ার অ্যান্তোনিন পানেনকার নেওয়া পেনাল্টি স্টাইলটা বিখ্যাত হয়ে আছে। সেই পানেনকা স্টাইলেই পেনাল্টি থেকে গোল করলেন মেসি।

৬২ মিনিটে সেই সাউল নিগুয়েজ ফের পেনাল্টি থেকে মার্কে-আন্দ্রে টার স্টেগেনকে বোকা বানান। ফলে বার্সার মাঠ থেকে অ্যাটলেটিকো ফেরে একটি পয়েন্ট নিয়ে। কিন্তু স্বাগতিকরা হাতছাড়া করে মহাগুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর