পঞ্চম স্থানে উঠে গেছে ম্যানইউ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-15 00:04:51

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার ফলও পেয়েছে কোচ ওলে গুনার সোলসজায়েরের দল। ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলের সুবাদে তারা ৩-০ গোলে হারিয়েছে প্রতিপক্ষ ব্রাইটন হোভ ও অ্যালবিয়নকে।

দুরন্ত এ জয় দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে অজেয় থাকার রেকর্ডটা বাড়িয়ে ১৫ ম্যাচে নিয়ে গেল রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় উঠে গেল পঞ্চম স্থানে। চারে থাকা কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসির চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে এখন তারা। ফলে চ্যাম্পিয়নস লিগের টিকিট ছিনিয়ে নেওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল ওল্ড ট্রাফোর্ড শিবির।

মঙ্গলবার রাতে ম্যাচের ১৬ মিনিটে অতিথি ম্যানইউ’কে লিড এনে দেন টিনেজার ম্যাসন গ্রীনউড। ২৯ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস। ৫০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

৩১ ম্যাচে চেলসির পুঁজি এখন ৫৪ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ইউনাইটেডের সংগ্রহ ৫২ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর