রবি’র সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলছে বিসিবি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-10 04:36:03

মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবির কাছ থেকে স্পন্সরশিপ চুক্তি বাতিলের চিঠি পাওয়ার পর থেকে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর ব্যস্ততা বেড়ে গেছে কয়েকগুণ!

তবে রবি যেসব অভিযোগ এনে চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে সেই সব অভিযোগ মানতে মোটেও রাজি নন নিজামুদ্দিন চৌধুরী। এই বিষয়ে বিসিবির অবস্থান ব্যাখায় বার্তা২৪.কমের কাছে রোববার রাতে তিনি বলেন-‘রবির অভিযোগ মোটেও গ্রহণযোগ্য নয়। তারা এখন যে যুক্তি দেখাচ্ছে সেটা মোটেও মেনে নেয়ার মতো কিছু নয়। মাত্র একমাস আগে তারা একটা নোটিশ দিয়ে একতরফা ভাবে আমাদের সঙ্গে চুক্তিটা বাতিল করেছে। আমরা এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না।’

রবি’র সঙ্গে বিসিবির সমস্যা তৈরি হয়েছিল মূলত কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অন্য মোবাইল সেবাদানকারি প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক এবং বিজ্ঞাপন কেন্দ্রিক সংশ্লিষ্টতার জন্য। রবি- বিসিবির নতুন মেয়াদের চুক্তির আগে থেকেই জাতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার অন্য দুটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন। গত বছর জুলাইয়ে দুই বছরের জন্য নতুন চুক্তি সই হওয়ার পর রবি এই বিজ্ঞাপনের বিষয়টি বিসিবি’র নজরে আনে। বিসিবি তখন রবিকে আশ্বস্ত করে দ্রুতই তারা এই বিষয়টির সমাধান করবে। তবে যেহেতু ততদিনে ঐ দুই খেলোয়াড় দুটি শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানির সঙ্গেও চুক্তিতে বাধা ছিলেন তাই বিসিবি চেষ্টা করলেও সেই ব্যাপারে দ্রুত কোন ইতিবাচক সমাধান দিতে পারেনি। সেটা মেনে নিয়ে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানালেন-‘ আমরা সেই সমস্যাটা জানতাম। সেটার তাৎক্ষণিক সমাধান করা যায়নি বলেই আমরা রবি’কে বিভিন্ন আর্থিক বিষয়ে ভাল একটা ছাড় দিয়েছিলাম। আর সেই সঙ্গে চেষ্টায় ছিলাম যাতে দ্রুত ঐ দুটি মোবাইল কোম্পানির সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের সংশ্লিষ্টতা শেষ করা যায়। দেখুন এসব বাণিজ্যিক বিষয়ে উভয়পক্ষের মধ্যে একটা সমঝোতায় আসতে কিছুটা সময় তো লাগেই। আমাদের অবাক লাগছে রবি’র মতো একটা পেশাদারি প্রতিষ্ঠান কেন এমন হঠকারি কোন সিদ্ধান্ত নেবে? স্পন্সরশিপের বিষয়টি তো  সুইচ অন-অফ করার মতো এত সহজ এবং ঠুনকো সম্পর্ক নয়।’

বিসিবি’র একটি মহলের জোর বিশ্বাস সাম্প্রতিক আর্থিক টানাপোড়েন থাকার কারণেই সম্ভবত রবি এই চুক্তি বাতিল করেছে। রবি’র ব্যবসায়িক ক্ষয়ক্ষতির খবরও সম্প্রতি প্রকাশ পেয়েছে ; প্রতিষ্ঠানটির আয়ে মন্দা চলছে। বিসিবি’র সঙ্গে তাদের চুক্তিতে থাকলে সেই মন্দার পরিমাণ আরো বাড়তে পারে-এমন হিসেব কষেই তারা স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছে।

তবে রবি’র সিনিয়র এক কর্মকর্তা চুক্তি বাতিলে বিসিবি’র এই কারণ খোঁজা তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। 

আরও পড়ুন বিসিবি’র সঙ্গে ৬১ কোটি টাকার চুক্তি বাতিল করল রবি

এ সম্পর্কিত আরও খবর