ইংল্যান্ড সফরে যাচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজসহ পাকিস্তানের ছয় ক্রিকেটার। ৩ জুলাই (শুক্রবার) লাহোর থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হবেন তারা। দ্বিতীয়বারের মতো করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় সফরে যাওয়ার অনুমতি পেয়েছেন এ ছয় ক্রিকেটার।
তিন দিনের মধ্যে হাফিজের সঙ্গে দ্বিতীয়বারের মতো রিপোর্ট নেগেটিভ এসেছে ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ওয়াহাব রিয়াজের। তারা সবাই এখন লাহোরের একটি পাঁচ তারকা হোটেলে আইসোলেশনে আছেন।
পাকিস্তান ওয়ারলাইন্সে ম্যানচেস্টারে পৌঁছেই ফের করোনা টেস্ট দিবেন এ ছয় ক্রিকেটার। তারপর ওরচেস্টারশায়ারে থাকা পাকিস্তানের মূল দলের সঙ্গে যোগ দিবেন তারা। থাকবেন ১৪ দিন আইসোলেশনে।
রোববার ম্যানচেস্টারে পৌঁছেই করোনা পরীক্ষা দিয়েছে ২০ ক্রিকেটার ও ১১ স্টাফের পাকিস্তান দল। এরপরই ১৪ দিনের জন্য ওরচেস্টারশায়ারে আইসোলেশনে চলে গেছেন তারা। যদিও সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।
সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আগস্ট-সেপ্টেম্বরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।