সবকিছু ঠিক থাকলে ৮ জুলাই থেকে সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড দলের পরিকল্পনায় ছিলেন অলরাউন্ডার স্যাম কারেন। সেজন্য অনুশীলন ম্যাচেও নেমেছিলেন। কিন্তু অনুশীলন ম্যাচের মাঝপথ থেকে তাকে এখন সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাউদাম্পটনে অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিন শেষে কারেন অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়া এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। উপসর্গ দেখে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশনে নিয়ে আসেন। তার করোনা টেস্ট করা হয়। জানিয়ে দেওয়া হয় অনুশীলন ম্যাচে তিনি আর খেলছেন না। তার করোনা টেস্টের ফল কখন পাওয়া যাবে- সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক বিবৃতিতে জানানো হয়- ‘ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারেনকে এখন দলের চিকিৎসক দেখভাল করছেন। তার করোনা টেস্ট করানো হয়েছে। এখন অবশ্য শারীরিকভাবে বেশ ভালো অনুভব করছেন তিনি। তবে অনুশীলন ম্যাচের বাকি সময় থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
অনুশীলন ম্যাচে স্যাম কারেন দ্বিতীয় দিন শেষে ১৫ রানে অপরাজিত ছিলেন।
সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে ৮ জুলাই।