সুখবর পেলেন না মাশরাফি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:37:14

গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর থেকে শারীরিক তেমন কোনো জটিলতায় পড়েননি মাশরাফি বিন মর্তুজা। রাজধানীর মিরপুরে নিজ বাসাতেই চলছে চিকিৎসা। শরীর সুস্থ বোধ করায় চারদিন আগে করোনা পরীক্ষা করিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে সুখবর মিলল না।

করোনা পরীক্ষায় ফের পজিটিভ হলেন মাশরাফি। তার মানে আরও কিছুদিন গৃহবন্দী থাকতে হচ্ছে এই কিংবদন্তি অধিনায়ককে।

করোনাভাইরাস ধরা পড়েছে ১৪ দিন হয়ে গেছে। নিয়ম মতো আজ শনিবারই পরীক্ষা করানোর কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার ফের টেস্ট করান মাশরাফি। কিন্তু করোনা থেকে মুক্তি পাননি তিনি।

এই ক্রিকেটারের পারিবারিক সূত্র থেকেই জানা গেল- দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও সেই করোনা পজিটিভ নড়াইল–২ আসনের সংসদ সদস্য। এই তারকা ক্রিকেটারও গণমাধ্যমে খবরের সতত্য স্বীকার করলেন। এর অর্থ আপাতত ঘরেই থাকতে হচ্ছে। নড়াইলে ফিরে স্বশরীরে জনসেবায় মন দিতে পারছেন না মাশরাফি। অপেক্ষার প্রহর বাড়ল তার।

এদিকে মাশরাফির পর করোনায় আক্রান্ত হয়েছিলেন ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও। বড় ভাইয়ের মতো তারও শারীরিক অবস্থা ভালো। তাকেও গৃহবন্দী হয়েই থাকতে হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর