বুন্দেসলিগা শিরোপা আগেই ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। টানা অষ্টম ও সব মিলিয়ে রেকর্ড ৩০তম লিগ শিরোপার পর জার্মান কাপও জিতল বাভারিয়ানরা।
ট্রফির সঙ্গে টানা ২৬ ম্যাচে অজেয় থাকার রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ। ডিসেম্বরের পর এর মাঝে কেবল একটি ম্যাচে ড্র করেছে তারা। টানা ১৭ ম্যাচ জেতাও বায়ার্নের জন্য রেকর্ড।
অলিম্পিয়াস্তাদিওন বার্লিনে শনিবার রাতের ফাইনালে রবার্ট লেওয়ানডোস্কির জোড়া গোলের সুবাদে বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন।
রেকর্ড ২০তম জার্মান কাপের সঙ্গে ঘরোয়া ফুটবলে ১৩বারের মতো ডাবল শিরোপা জিতল বায়ার্ন। এখন তাদের সামনে ট্রেবল জয়ের হাতছানি। সেই মিশনে বায়ার্নের প্রথম লড়াই এখন চেলসির বিপক্ষে। আগামী মাসে ফের শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ পর্বে।
ম্যাচে নৈপুণ্য দেখালেন লেওয়ানডোস্কি। জোড়া গোল উপহার দিয়ে চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলে ৫০ গোলের মাইলফলক ছাড়িয়ে গেলেন। সব মিলিয়ে তার গোল এখন ৫১টি।
লেওয়ানডোস্কির সঙ্গে বায়ার্নের হয়ে ম্যাচে গোল করেন সার্জ গনাব্রি ও ডেভিড আলাবা। আর প্রতিপক্ষ লেভারকুসেনকে গোল এনে দেন সভেন বেনডার ও কাই হাভার্টজ।