শিষ্যদের মাথা গরমের ম্যাচে মরিনহোর ডাবল সেঞ্চুরি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 17:07:34

আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে হার মেনেছিল টটেনহ্যাম হটস্পার। তিন পয়েন্ট খোয়ানোর তেতো অভিজ্ঞতাটা পরের ম্যাচেই ভুলে গেল স্পার শিবির। ফিরল জয়ের ধারায়। নিজেদের মাঠে প্রতিপক্ষ এভারটনকে হারিয়ে দিল ১-০ গোলে। তবে এজন্য ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের।

কষ্টার্জিত এ জয় দিয়েই কোচিং ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করল হোসে মরিনহো। স্পেশাল ওয়ান পর্তুগিজ এ কোচ প্রিমিয়ার লিগে পেলেন ২০০তম জয়।

টটেনহ্যাম ম্যাচ জিতলেও গোল কিন্তু পায়নি তাদের কোনো ফুটবলার। জয়টা এসেছে আত্মঘাতী গোলে। জিওভানি লো সেলসোর শট রুখতে গিয়ে মাইকেল কিন ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

ম্যাচের উত্তেজনা উপভোগের আনন্দ হারিয়েই যেতে বসেছিল মাঝ-বিরতির এক কাণ্ডে। স্পার গোলবারের অতন্দ্র প্রহরী হুগো লোরিস দৌড়ে গিয়ে ধাক্কা দেন সতীর্থ সন হেউং-মিনকে। দক্ষিণ কোরিয়ান ফরওয়ার্ড প্রতিক্রিয়া জানানোর চেষ্টাও করেন। কিন্তু সতীর্থরা দুজনকে শান্ত করেন। তবে মাঠের লড়াইয়ে কিন্তু দুজনের ঝগড়ার আঁচ পাওয়াই যায়নি। বরং ম্যাচ শেষে মাঠ ছাড়ার আগে একে অন্যের সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন।

দুই শিষ্যের ঝগড়াকে খারাপ দৃষ্টিতে দেখছেন না মরিনহো। আর পুরো ব্যাপারটার দায়ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন মরিনহো। মজা করে তিনি বলেন, ‘এটা সুন্দর একটি ঘটনা। সম্ভবত আমাদের বৈঠকের ফসল। এ ঘটনার জন্য যদি আপনি কাউকে দায়ী করতে চান, সে আর কেউ নয় আমি।’ আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ফুটবলাররা যাতে মাঠের লড়াইয়ে একে অন্যকে অনুপ্রেরণা যোগান সেই আহ্বানই জানিয়ে রেখে ছিলেন মরিনহো। যে কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মাঠে। ৫৭ বছরের এ ফুটবল গুরুর অভিমত অন্তত এমনটাই।

টটেনহ্যামের কোনো ফুটবলার হয়তো ম্যাচে গোলের দেখা পাননি। আত্মঘাতী গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হলেও সেই গোলটা কিন্তু স্পার খেলোয়াড়দের সফল আক্রমণ ও আধিপত্য বজায় রেখে খেলে যাওয়ার দলীয় প্রচেষ্টারই ফসল।

পুরো ম্যাচ জুড়ে টটেনহ্যাম প্রতিপত্তি দেখিয়ে গেছে। সফরকারীরা দুর্বল আক্রমণের কারণে সেভাবে হুমকি হয়ে দাঁড়াতে পারেনি আয়োজকদের জন্য। সফরকারীদের হয়ে অ্যান্থনি গর্ডন দূর-পাল্লার একটি শট নিয়ে ছিলেন। যেটা গিয়ে সরাসরি ধরা দেয় বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা হুগো লোরিসের হাতে।

এ জয়ে ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে খেলার আশা এখনো জিইয়ে রেখেছে টটেনহ্যাম (৪৮ পয়েন্ট)। উঠে গেছে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে। ষষ্ঠ স্থানে থাকা উলভসের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে এখন তারা। আর সমান ম্যাচ খেলে এভারটন (৪৪ পয়েন্ট) রয়েছে ১১তম স্থানে।

এ সম্পর্কিত আরও খবর