ইব্রাহিমোভিচের মিলানে বধ রোনালদোর জুভেন্টাস

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 01:09:09

ম্যাচটি নিজের করেই নিতে চেয়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লক্ষ্যে অটল থেকে জুভেন্টাসকে এগিয়েও নিয়ে ছিলেন। কিন্তু মহাতারকা সিআর সেভেনের ম্যাচে জ্বলে উঠেন আরেক সুপারস্টার জ্লাতান ইব্রাহিমোভিচ। তারই পেনাল্টি গোলের উদ্দীপনায় ঘুরে দাঁড়ানোর অনন্য উদাহরণ গড়ল উজ্জীবিত পুরো এসি মিলান। শিরোপা প্রত্যাশী জুভেন্টাসকে বধ করল ৪-২ গোলে।

সান সিরোতে ম্যাচের প্রথমার্ধটা কেটেছিল সমানে সমান। কেউ কারোর রক্ষণ দুর্গে চির ধরাতে পারেনি। কিন্তু বিরতির পরপরই অ্যাদ্রিয়েন র‌্যাবিয়ট ও পর্তুগিজ মেগাস্টার রোনালদোর গোলে ২-০ গোলে লিড নিয়ে ফেলে সফরকারী জুভ শিবির।

৬২তম মিনিটেই ম্যাচের চিত্রনাট্য পাল্টে ফেলেন ইব্রাহিমোভিচ। সুইডিশ এ তারকা ফরওয়ার্ডের পেনাল্টি গোল স্বাগতিক পুরো এসি মিলানের মধ্যে আক্রমণাত্মক ফুটবলের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। অনুপ্রেরণার রসদ পেয়ে ঘুরে দাঁড়ানোর রূপকথার গল্পই যেন লিখে ফেলে ইব্রার দল।

পাঁচ মিনিটের ব্যবধানেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ফাঙ্ক কেস ও রাফায়েল লেও’র গোল। ম্যাচ শেষের দশ মিনিট আগে মিলানের অবিস্মরণীয় জয়ে চতুর্থ গোল যোগ করেন অ্যান্টে রেবিক। ফলে জয়ের স্বপ্নে বিভোর জুভেন্টাস ফেরে হারের তেতো স্বাদ নিয়ে।

কোচ মাউরিজিও সারির দল কেবল জয়টাই মিস করেনি। সঙ্গে হাতছাড়া করেছে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও’র চেয়ে পরিষ্কার দশ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। কেননা মঙ্গলবার লাৎসিও যে ২-০ গোলে হার মেনেছে অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া লিচের কাছে।

৩১ ম্যাচে জুভদের পুঁজি এখন ৭৫ পয়েন্ট। সেরি এ শিরোপা জয়ের লড়াইয়ে তাদের পিছু নেওয়া লাৎসিও’র সংগ্রহ এখন ৬৮ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর