এশিয়া কাপ বাতিল, সৌরভের ভাবনায় ভারতের বাইরে আইপিএল

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 17:57:24

করোনাভাইরাসের কারণে এলোমেলো সব সূচি। ফের কবে সবকিছু ঠিক হবে উত্তর জানা নেই। এ কারণে একের পর এক সিরিজ বাতিল হচ্ছে। পিছিয়ে যাচ্ছে টুর্নামেন্ট। ইঙ্গিত মিলল সামনে এশিয়া কাপও এই মহামারির জন্য বাতিল হতে যাচ্ছে। আর ভারতের বাইরে অনুষ্ঠিত হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তেমন কথাই শোনালেন সৌরভ গাঙ্গুলি।

বুধবার, ৮ জুলাই, ৪৮তম জন্মদিন প্রিন্স অব ক্যালকাটার। তবে করোনার এই দুঃসময়ে বার্থডে পালন পালন বন্ধ। কারণ এটা যে উৎসবের সময় নয়। বার্থডে বয় কলকাতার আনন্দবাজার পত্রিকার সঙ্গে সাক্ষাতকারে জানালেন, এবার জন্মদিনে নেই বিশেষ কোন পরিকল্পনা।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান বলছিলেন,  'দেখুন, জন্মদিনে কোনও পরিকল্পনা নেই। জন্মদিন পালন কিছু করছি না। নো বার্থডে সেলিব্রেশন। এটা উৎসব করার সময় নয়। আসলে আমি কোনও দিনই খুব হইহুল্লোড় করে জন্মদিন পালন করিনি। বাড়িতে থাকলে ছোটাখাটো করে সারা হয়েছে।'

ফের কবে ভারতে ক্রিকেট শুরু হবে? এমন প্রশ্নও শুতে হলো সৌরভকে। যে খবর দিলেন তা ভক্তদের জন্য সুখকর নয়। তিনি বলেন, 'আমরা আইপিএল করার চেষ্টা করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ হয় কি না-চোখ রাখছি। দেখুন, জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। খেলার অনেক সময় রয়েছে।'

অক্টোবর-নভেম্বরে অষ্ট্রেলিয়ায় বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আইসিসি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নিচ্ছে না। ব্যাপারটা ভাল চোখে দেখছেন অনেকেই। এনিয়ে সৌরভের সতর্ক প্রতিক্রিয়া। বলেন, 'আইসিসি হয়তো চেষ্টা করছে, সব দিক ভাল ভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনও সম্ভাবনা আছে কি না। বিশ্বকাপ থেকে হওয়া মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেওয়া হয়। তা থেকে ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়।'

আইপিএল না হলে চার হাজার কোটি টাকা মতো ক্ষতি হবে ভারতের। এ অবস্থায় ভারতের বাইরেও আয়োজনের কথা শোনা যাচ্ছে। বোর্ড কর্তা জানাচ্ছিলেন 'হতে পারে। আমরা চেষ্টা করছি, দেশেই করার। আবারও বলছি, সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে দেশের পরিস্থিতির উপরে। অক্টোবর-নভেম্বরে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় এবং আমাদের দেশের পরিস্থিতিতে অনেকটা উন্নতি হয়, তা হলে দেশেই আইপিএল করার কথা ভাবা যেতে পারে।'

শ্রীলঙ্কা ও দুবাই নিয়ে কথাবার্তা হচ্ছে। তবে এখনো নিশ্চিত নয়। কিন্তু এ বছরই আইপিএল করতে মরিয়া সৌরভ।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরু হচ্ছে আজ বুধবার থেকে। কবে মাঠে ফিরবেন বিরাট কোহলিরা? এশিয়া কাপ হবে তো? -এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে সোজা ব্যাটে খেললেন সৌরভ। বলেন, 'দেখুন, এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এ বার আর হচ্ছে না। আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। এরপর আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।'

তার মানে আইপিএলের দরজা খোলা রাখছেন সৌরভ!

এ সম্পর্কিত আরও খবর