ফলাফলে হতাশ তবে পারফরমেন্সে সন্তুষ্ট মরিনহো!

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 22:23:14

সবার আগে কিছু পরিসংখ্যান।

# ওল্ড ট্রাফোর্ডের মাঠে এটা ম্যানেজার হিসেবে হোসে মরিনহোর সবচেয়ে বড় হার।
# এই প্রথম প্রিমিয়ার লিগে শুরুর তিন ম্যাচের মধ্যে দুটিতে হারলেন ম্যানেজার মরিনহো।
# ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের হাফসেঞ্চুরি পুরো হল সোমবার রাতের এই পরাজয়ে।

নিশ্চিতভাবেই এই পরিসংখ্যান গুলোর দিকে চোখ গেলে হোসে মরিনহোর চিন্তিত চেহারায় আরো কিছু বক্ররেখা যোগ হবে! ম্যান ইউ’তে তার চাকরি থাকবে কিনা; এমন আশঙ্কাও উড়ছে লিগের আকাশে-বাতাসে!

ম্যাচ শেষে মাঠে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মরিনহো যা বললেন, তার পুরোটা ঠিক এমন-‘আমি বিশ্বাস করি, ফুটবলে সবচেয়ে বড় বিচারক হলেন সমর্থকরা। এই সমর্থকরা আমাদের কাছ থেকে যা চায়, সেটা দিতেও আমরা উন্মুখ। আমি সব সময়ে সমর্থকদের প্রতি সৎ থাকতে চাই। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না লিগে আমাদের জন্য এখন খুব কঠিন সময় চলছে!’

টটেনহামের কাছে ০-৩ গোলে হারা ম্যাচের বিশ্লেষণ প্রসঙ্গে মরিনহো বলছিলেন-‘আমরা সেরা দল। আক্রমণাত্মক ফুটবল খেলা দল। প্রেসিং ফুটবল খেলেছি আমরা। বেশি গোলের সুযোগও তৈরি করেছি। কিন্তু কর্নার থেকে উড়ে আসা বলে হেডের গোলে টটেনহাম এগিয়ে যাওয়ার পর ম্যাচটা তারে নিয়ন্ত্রণে চলে যায়। ম্যাচের ফলাফলে আমি হতাশ। কিন্তু খেলোয়াড়দের পারফরমেন্সে সন্তুষ্ট। ম্যাচে বেশি সুযোগ তৈরি করেছিলাম আমরাই। এখন আমার লকে মানসিকভাবে চাঙ্গা রাখা এবং উদ্দীপ্ত করতে হবে, যেটা খুব সহজ কাজ নয়। সাধারণত যখন দল ভাল খেলে তখন তো ম্যাচও জেতে। কিন্তু আমার একটাই বড় সমস্যা গোল পাচ্ছি না। গোল পেলেই সবকিছু বদলে যাবে।’

এবারের লিগের শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় সমস্যা হিসেবে  চিহ্নিত হচ্ছে দলের ভঙ্গুর ডিফেন্স। বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে কাউকে সেট করতেই পারছেন না মরিনহো। অভিযোগটা স্বীকার করে মরিনহো জানালেন-‘আমরা গেল সপ্তাহে এই বিষয়টি নিয়ে অনেক কাজ করেছি। কিন্তু সত্যি বলতে কি, এখনো সমস্যার সমাধান খুঁজে বের করতে পারিনি।’

মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক সমস্যা যদি দ্রুত সমাধান করতে না পারেন মরিনহো, তবে নিশ্চিত তারও ছুটির ঘণ্টা বেজে যাবে!

 

এ সম্পর্কিত আরও খবর