বাগদাদের রাস্তায় গাড়িতে ইরাকি গোলকিপারের লাশ

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-26 09:35:37

ইরাকের অলিম্পিক দলের গোলকিপার কারার ইব্রাহিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ জুলাই, শুক্রবার বাগদাদ শহরতলীর সাদুন এলাকায় নিজ গাড়িতে পড়েছিল কারার ইব্রাহিমের লাশ।

২০১৬ সালের ব্রাজিল অলিম্পিকে ইরাকের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছিলেন কারার ইব্রাহিম। সেই সময় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের সঙ্গে ছবিও তুলেছিলেন তিনি। নিজের টুইটারে কারার ইব্রাহিম সেই ছবিও পোস্ট করেছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য ইরাকি পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

কারার ইব্রাহিমের এই রহস্যজনক হত্যাকাণ্ডের খবর প্রকাশ হওয়ার পর ইরাকের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে। ২৫ বছর বয়সী প্রতিভাবান এই গোলকিপার ইরাকের প্রথম বিভাগের দল আল-তালাবা ক্লাবের হয়ে খেলতেন।

যুদ্ধবিধ্বস্ত ইরাকে প্রতিদিনই উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

এ সম্পর্কিত আরও খবর