পাঁচ বিজয়ীর সঙ্গে ডিনারে যাচ্ছেন মুশফিক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 01:58:45

নিজের নামে ফাউন্ডেশন করার ঘোষণাটা তিনি দিয়েছেন মাস দেড়েক আগেই। এরপরই এক ভিডিও বার্তায় ফাউন্ডেশনের লোগো ডিজাইনের আহ্বান করেছিলেন মুশফিকুর রহিম। সেরা পাঁচজনের সঙ্গে ডিনার ও লোভনীয় পুরস্কারের ঘোষণা দেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। এবার মুশফিক পেয়ে গেলেন তার ফাউন্ডেশনের লোগো।

শুক্রবার সেরা পাঁচ লোগো উন্মোচন করে বিজয়ীদের নাম ঘোষণা করেন মুশফিক। জাতীয় দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান সেরা পাঁচ ডিজাইনারকে নিয়ে এবার ডিনারে যাবেন।

মুশফিকের আহ্বানে সাড়া দিয়ে জমা পড়ে ১,৭০০ এর বেশি লোগো ডিজাইন। সেই হাজার ডিজাইন থেকে সেরা পাঁচটি লোগো নির্বাচন করেন খোদ মুশফিক।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই ফল ঘোষণা করেন সাবেক এই অধিনায়ক। সেরা ডিজাইনের পাশাপাশি বেছে নেন সেরা পাঁচ লোগো। এই পাঁচ লোগোর ডিজাইনার পাঁচতারকা হোটেলে মুশফিকের সঙ্গে ডিনার করার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে তারা অটোগ্রাফ সম্বলিত মুশির জার্সিও পাবেন।

সেরা লোগোটি তৈরি করেছেন ইয়াসিন সিদ্দিক আসিফ। বাকি ৪জন হলেন- আসিফ মাহমুদ খান, রবিউল আলম, শফিউল ইসলাম শামিম ও সুবর্না সাজ্জাদ সুইট।

এনিয়ে শুক্রবার মুশফিক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুণ আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল এ সময়ে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই আমার চোখে জয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ।

যাঁর লোগো আমি সেরা হিসেবে নির্বাচন করেছি তাঁর নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আপনাকে অভিনন্দন। ইনশা আল্লাহ যে পাঁচ জন প্রতিযোগির লোগো নির্বাচিত হয়েছে তাঁদের সবার সাথে আমি শীঘ্রই যোগাযোগ করবো কবে , কিভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায় তা জানানোর জন্য।’

একইসঙ্গে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিক। ১,৭০০ এর বেশি লোগো ডিজাইন জমায় মুগ্ধ হয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর