জন্মদিনে শুভেচ্ছা বৃষ্টিতে সুনীল গাভাস্কার

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 23:39:27

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ওপেনারদের একজন তিনি। ক্যারিয়ারে জিতেছেন বিশ্বকাপও। সেই কিংবদন্তি সুনীল গাভাস্কার পূর্ণ করলেন ৭১ বছর। ১৯৪৯ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। এরপর সময়ের হাত ধরে উঠে আসেন ভারতের জাতীয় দলে। এক পর্যায়ে হয়ে উঠেন বিশ্বসেরাদের একজন। জন্মদিনে শুভেচ্ছা বৃষ্টিতে ভিজলেন ভারতীয় এই মহাতারকা। যিনি অবসর সময়টাতে এসে কমেন্ট্রি বক্সেই নিজেকে ব্যস্ত রেখেছেন।

গাভাস্কারকে শুভেচ্ছা জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাদের টুইট, ‘‌বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে করেছেন ১০,০০০ রান। অভিষেক সিরিজে সবচেয়ে বেশি রানও তার। দেশের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা।’‌

জন্মদিনে শুভেচ্ছা জানাল আইসিসিও। তারা টুইট করল, ‘‌প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০,০০০ রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিনবার দুই ইনিংসে শতরানের কীর্তি। ২০০৫ অব্দি টেস্টে সর্বোচ্চ শতরানের মালিক। প্রথম ভারতীয় ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচ নেওয়ার রেকর্ড। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারকে জন্মদিনের শুভেচ্ছা।’‌

সুরেশ রায়নাও জানালেন শুভেচ্ছা। এই ভারতীয় ক্রিকেটার টুইটারে লিখলেন, ‘‌কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ভারতীয় ক্রিকেটের শিক্ষক। একাধিক ক্রিকেটীয় কীর্তি তার নামের পাশে রয়েছে। ক্রিকেট ভক্তদের হৃদয়ে আপনি চিরকাল থাকবেন।’‌

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে টেস্ট অভিষেক সুনীল গাভাস্কারের। ১২৫ টেস্টে করেন ১০,১২২ রান। শতরান ৩৪টি, ঈর্ষণীয় গড় ৫১.‌১২! ১০৮টি ওয়ানডে ম্যাচে করেছেন ৩০৯২ রান!

জন্মদিনে মানবতার ডাকেও সাড়া দিলেন। ৩৫জন শিশুর হার্ট সার্জারির খরচ দিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর