ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়ে সিনেমা হচ্ছে

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 09:53:04

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রকিবুল হাসান অনেক আগে। তবে ক্রিকেট থেকে খুব বেশি দ‍‍‍ূরে থাকেননি। ম্যাচ রেফারি হিসেবে মাঠে থাকছেন। বিসিবি’র সঙ্গেও নিজেকে জড়িয়ে রেখেছেন লম্বা সময় ধরে বিভিন্ন ক্রিকেটীয় কর্মকাণ্ডের সঙ্গে। ক্রিকেটীয় জীবনে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের গর্ব করার মতো অতীত আছে। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। লড়েছেন দেশ স্বাধীনের লড়াইয়ে। আর মুক্তিযুদ্ধ শুরুর আগেও লড়েছেন ব্যাটে জয় বাংলা লোগো লাগিয়ে। সবমিলিয়ে খেলার মাঠে এবং মাঠের বাইরে রকিবুল হাসান মানেই দারুণ এক ঝলমলে ক্যারেক্টার। এমন চরিত্রের চিত্রণকে তো সিনেমায় রূপ দেওয়া যেতেই পারে- এই চিন্তা থেকেই রকিবুল হাসানের যাপিত জীবন এবার আসছে সেলুলয়েডের পর্দায়।

কোনো ওয়েব সিরিজ নয়, একেবারে পূর্ণদৈর্ঘ্য সিনেমা!

এই উদ্যোগে রকিবুল হাসানও খুশি- ‘আমি এই বিষয়ে পরিচালক ও প্রযোজককে চূড়ান্ত অনুমতি দিয়েছি। তবে সেই সঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছি, আমার জীবনের এই গল্পে কোনো অসত্য কাহিনীর সংযোজন করা যাবে না। গল্পের প্রয়োজনে হয়তো অনেক পারিপার্শ্বিকতা আসতে পারে, কিন্তু কোনো ধরনের কাল্পনিক বা বাস্তবতা বিবর্জিত বিষয় এতে জুড়ে দেওয়া যাবে না।’

এই ছবি পরিচালনার দায়িত্বে আছেন বান্টি আফজাল। প্রয়োজক হলেন রুমানা শারমিন স্বাতী। কাহিনী ও চিত্রনাট্যে লেখার কাজে থাকছেন লেখক ও সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।

বার্তা২৪ এর সঙ্গে এই বিষয়ে রকিবুল হাসান বলছিলেন- ‘সিনেমার কাজ খুব সম্ভবত সামনের বছরের শুরুতে হবে। আমার সঙ্গে পরিচালক, প্রযোজক ও লেখক পুরো সিনেমার বিষয়বস্তু নিয়ে তাদের পরিকল্পনা ভাগাভাগি করেছে। তাদের উৎসাহ-উদ্দীপনা ও কাজের ক্ষেত্র সবকিছু দেখে আমার মনে হয়েছে তারা পারবে।’

পুরো সিনেমাটি রকিবুলের ছোটবেলা থেকে শুরু করে ক্রিকেট জীবন, প্রেম-বিয়ে সংসার জীবনের গল্প দিয়েই সাজানো হবে।

সিনেমার কাহিনী ও চিত্রনাট্যকার দেবব্রত মুখোপাধ্যায় বলেন- ‘এখনো আমরা সিনেমার নামকরণ ঠিক করিনি। দু’একদিনের মধ্যে সেটা স্থির করে ফেলব।’

সিনেমার কোনো অংশে কি বাস্তবের রকিবুল হাসান অভিনয় করবেন? এই প্রশ্নে রকিবুল স্বভাবসুলভ ভঙ্গিতে হাসতে হাসতে জানালেন- ‘নায়িকা যদি চায়, তাহলে ব্যাটিংয়ের এই ইনিংসেও নেমে পড়তে পারি! আমি এখনো পুরো ফিট এবং হিট!

এ সম্পর্কিত আরও খবর