গাভাস্কারের টিপস পেয়েছিলেন ইনজামাম

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 17:09:59

দুই দেশের বৈরিতার গল্প তো আর নতুন করে বলার কিছু নেই। ক্রিকেটেও তাদের সম্পর্কটা শীতল। সেই সম্পর্কের দূরত্ব ভুলে একবার সুনীল গাভাস্কার পাশে দাঁড়িয়েছিলেন ইনজামাম উল হকের। অনেক দিন পর এবার সেই প্রসঙ্গেই কথা বললেন পাকিস্তানি সাবেক অধিনায়ক ইনজামাম।

ইনজির ব্যাটে যখন রান আসছিল না তখনই পাশে দাঁড়ান ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার গাভাস্কার।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম জানাচ্ছিলেন, '১৯৯২ সালের বিশ্বকাপে দুর্দান্ত সাফল্যের পর আমরা সেরা গিয়েছিলাম ইংল্যান্ড সফরে। যা কীনা ছিল ইংল্যান্ডে আমার প্রথম সফর। তাদের উইকেটে কিভাবে খেলতে হয় জানা ছিল না। তখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। শর্ট-পিচড ডেলিভারি খেলতে হিমশিম খেতে হচ্ছিল।'

তখনই লিটল মাস্টার গাভাস্কারের পরামর্শ পেয়েছিলেন ইনজি। যা বেশ কাজে লেগেছিল।

ইনজামাম বলছিলেন, 'ইংল্যান্ডে এক চ্যারিটি ম্যাচে অঅমার দেখা হয় গাভাস্কারের সঙ্গে। আমরা দু’জনেই ওই ম্যাচ খেলতে গিয়েছিলাম। তখনই জানতে চাই- ‘সুনীল ভাই, শর্ট-পিচড বল খেলতে সমস্যা হচ্ছে। কী করা উচিত আমার?’ তখন উনি আমাকে বলেন-ব্যাটিংয়ের সময় এগুলোর কথা ভাবলে ফাঁদে পড়ে যাবে। বাউন্সার এলে তা তো নিজে থেকেই ধরতে পারবে। অযথা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।'

গাভাস্কারের পরামর্শে সাফল্যও মিলেছিল। এরপর থেকে শর্টপিচ বল নিয়ে আর ভাবেন নি ৩৭৮টি ওয়ানডে ম্যাচ ও ১২০ টেস্টে যথাক্রমে ১১৭৩৯ ও ৮৮৩০ রান রান করা ইনজামাম।

এ সম্পর্কিত আরও খবর