শীর্ষ চারে উঠতে পারল না ম্যানইউ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 18:50:54

প্রিমিয়ার লিগের শীর্ষে চারে উঠার সুবর্ণ সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। এ জন্য প্রয়োজন ছিল জয়ের। কিন্তু নিজেদের মাঠে জয় ছিনিয়ে নিতে পারেনি এই ইংলিশ জায়ান্ট। তাই সুযোগটাও কাজে লাগাতে পারেনি রেড ডেভিলরা।

ওল্ড ট্রাফোর্ডে ইনজুরি টাইমের সমতাসূচক গোলে হৃদয় ভেঙে যায় স্বাগতিকদের। সাউদ্যাম্পটনের সঙ্গে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

সুযোগ মিস হলেও একটুও দমে যাননি কোচ ওলে গুনার সোলসজায়ের। শিষ্যদের ওপর থেকে আস্থা হারাননি। ম্যানইউ কোচের দৃঢ় বিশ্বাস, তার ফুটবলাররা দলকে লক্ষ্যে পৌঁছে দিবেই।

ম্যানইউকে গোল এনে দেন মারকাস রাশফোর্ড ও অ্যান্থনি মার্শাল। অতিথি স্যাউদ্যাম্পটনের হয়ে গোল করেন স্টুয়ার্ট আর্মস্ট্রং ও মাইকেল অবাফেমি।

৩৫ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রয়ে গেছে ইউনাইটেড। হাতে এখনো তিন ম্যাচ বাকি। তাই চ্যাম্পিয়নস লিগের টিকিটের আশাটা এখনো জিইয়েই রয়েছে তাদের।

এ সম্পর্কিত আরও খবর