প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম, রিয়াদ ও মুস্তাফিজ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:57:14

সবকিছু ঠিক থাকলে আসছে মাসেই জমবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। ভেন্যু ত্রিনিদাদ প্রস্তুত। সূচিও প্রায় চূড়ান্ত। এই আয়োজনে খেলার প্রস্তাব পেয়েছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে সিপিএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।

যদিও জীবাণুমুক্ত পরিবেশে মাত্র দুটি ভেন্যুতে হবে এবারের লড়াই। আগামী ১৮ আগস্ট শুরু হয়ে শেষ ১০ সেপ্টেম্বর। সব মিলিয়ে ম্যাচ ৩৩টি।

নিলামে দল না পেলেও বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে দারুণ আগ্রহ ফ্র্যাঞ্চাইজিদের। এ অবস্থায় ৯০ হাজার ডলারে খেলার জন্য প্রস্তাব দিয়েছে একটি ফ্র্যাঞ্চাইজি। প্রায় ৭৬ লাখ টাকার সেই লোভনীয় সেই প্রস্তাবে মন গলেনি তামিমের।

ঢাকা প্রিমিয়ার লিগে একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তামিম। পাশাপাশি করোনার সময়ে পরিবারের কথা চিন্তা করছেন এই ওপেনার। তামিম জানাচ্ছিলেন, ‘দেখুন, দুটি কারণে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি। প্রথমত ঢাকা প্রিমিয়ার লিগের একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ আমি। এখন হুট করে প্রিমিয়ার লিগ শুরু হলে ক্লাবটিকে বঞ্চিত করা হবে। দ্বিতীয়ত- পরিবার। চার্টার্ড ফ্লাইটে দলগুলো যাতায়াত করবে। যদি জরুরি কোনো পরিস্থিতিতে দেশে আসতে হয়, তা সম্ভব হবে বলে মনে হয় না।’

২০১৩ সালের আসরে সেন্ট লুসিয়া জোকসের হয়ে খেলেন তামিম। সেই আসরে ১৬৪ রান করেন তিনি।

তামিমের মতো মাহমুদউল্লাহও সিপিএল খেলতে যাচ্ছেন না। ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াশের হয়ে পাঁচটি ম্যাচে খেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি প্রস্তাব ফিরিয়ে বলছিলেন, ‘প্রস্তাব পেয়েছিলাম দুটি দল সেইন্ট লুসিয়া ও সেইন্ট কিটসের কাছ থেকে। কিন্তু পরিবারের কথা ভেবে না করে দিতে হয়েছে।’

এদিকে একই কারণে সিপিএলে যাচ্ছেন না মুস্তাফিজুর রহমান। করোনার এই সময়ে দেশেই থাকতে চান তিনি। যদিও কোন দল থেকে প্রস্তাব এসেছিল তা জানাননি এই পেসার। মুস্তাফিজ গণমাধ্যমে জানাচ্ছিলেন, ‘করোনার সংক্রমণ কমলে পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের স্থগিত সফর বা হোম সিরিজ শুরু হতে পারে। সিপিএলে আমার দলের যখন খেলা থাকবে তখন কী করবে? এই ভেবে না করে দিয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর