ম্যানসিটির রেকর্ড ছোঁয়া হলো না লিভারপুলের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 02:23:01

দুই মৌসুম আগে ম্যানচেস্টার সিটির গড়া ১০০ পয়েন্টের রেকর্ড স্পর্শ করার স্বপ্ন গড়ে তুলেছিল লিভারপুল। শুধু স্পর্শ না। রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার সুবর্ণ হাতছানি ছিল দ্য রেডদের সামনে।

এমিরেটস স্টেডিয়ামে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের সেই স্বপ্ন ভেঙ্গে দিয়েছে আর্সেনাল। আর্সেনালের ঘরের মাঠে ২-১ গোলের হারে রেকর্ড ভাঙা তো দূরে থাক মাইলফলকটি স্পর্শ করার সুযোগই হাতছাড়া হলো নতুন চ্যাম্পিয়নদের।

১০০ পয়েন্টের রেকর্ড ছোঁয়ার জন্য হলেও বাকি থাকা তিন ম্যাচেই জয় ছিনিয়ে নেওয়া জরুরি ছিল লিভারপুলের। আর্সেনালের কাছে ধরাশায়ী হয়ে লিভারপুলের সেই সুযোগ নষ্ট হলো মৌসুম শেষ হওয়ার দুই ম্যাচ আগেই।

এমন এক সময়ে এসে লিভারপুল হারল। যখন জয়টা তাদের দরকার ছিল খুব করে। অথচ পুরো মৌসুমেই তাদের হার মাত্র তিনটি।

ম্যাচের ২০ মিনিটেই সাদিও মানে লিভারপুলকে লিড এনে দেন। ১২ মিনিট বাদে স্বাগতিক আর্সেনালকে সমতায় ফেরান অ্যালেক্সান্ডার ল্যাকাজেট। পরে রেইস নেলসনের গোলে মন ভেঙে যায় মোহাম্মদ সালাহদের।

আগামী সপ্তাহে অ্যানফিল্ডে চেলসির বিপক্ষে ম্যাচ শেষে ৩০ বছর পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ ট্রফি পাবে লিভারপুল।

৩৬ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে এখন আর্সেনাল।

এ সম্পর্কিত আরও খবর