শিরোপা হারিয়ে বার্সায় বদলের দাবি তুললেন মেসি

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-25 02:41:04

মৌসুমটা খুব দ্রুতই ভুলে যেতে চাইবেন মেসি।

লা লিগার শিরোপা হাতছাড়া হয়ে গেল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দল পৌঁছাবে কিনা- তা নিয়ে এখনো বড় সংশয়। কোচ কিকে সেতিয়েনের খেলার কৌশল তার পছন্দ হচ্ছে না। এমনকি বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারেও তেমন আগ্রহী নন মেসি- একথাও শোনা গেল কিছুদিন আগে।

রিয়াল মাদ্রিদ যে রাতে লা লিগা চ্যাম্পিয়ন হলো একই সময় বার্সা নিজ মাঠে হারল ওসাসুনার বিপক্ষে।

সবকিছু মিলিয়ে চলতি বছরটা ব্যর্থতা ও বিতর্কের মধ্যে দিয়েই যাচ্ছে বার্সা।

-তাহলে সামনে কি অপেক্ষা করছে?

এই প্রশ্নের উত্তরে বার্সার অধিনায়ক লিওনেল মেসি সাফ জানিয়েছেন- ‘মৌসুমটা আমাদের ভালো যাচ্ছে না। সামনের সময়ে ভালো কিছু করতে হলে অবশ্যই বদল প্রয়োজন। আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়াই করতে চাই, তাহলে অনেক কিছু বদলাতে হবে। এখন যেমন চলছে, দল যেমন খেলছে তেমনই যদি চ্যাম্পিয়ন্স লিগেও চলে তাহলে নেপোলির কাছেই হারবো আমরা।’

চ্যাম্পিয়ন্স লিগে ৮ আগস্ট নেপোলির বিপক্ষে শেষ ষোল পর্বের ফিরতি লেগের ম্যাচে খেলবে বার্সেলোনা। এই রাউন্ডের প্রথম লেগের ম্যাচে নেপোলির সঙ্গে বার্সা ১-১ গোলে ড্র করেছিল।

মেসি বলছিলেন- ‘আমি আগেই বলেছিলাম চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমাদের জন্য অনেক কঠিন হবে। আরে আমরা তো লা লিগাই জেতার মতো যথেষ্ট শক্তিশালী না। পারলাম না তো শিরোপা ধরে রাখতে।’

চ্যাম্পিয়ন্স রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানিয়ে মেসি বলেন- ‘মাদ্রিদ তাদের কাজটা সঠিকভাবে করেছে। করোনায় স্থগিতের পর খেলা শুরুর পরবর্তী ধাপে তারা কোনো ম্যাচ হারেনি। আর আমরা তো প্রচুর পয়েন্ট হারিয়েছি। এমন কিছু ম্যাচে পয়েন্ট হারিয়েছি, যা আমাদের করা উচিত হয়নি। এখন আমাদের সবাইকে আত্মসমালোচনা করতে হবে। তবে এই আত্মসমালোচনা শুধু খেলোয়াড়দের নিয়ে নয়, সবারই করা উচিত।’

চলতি মৌসুমে ন্যু ক্যাম্পে কোনো সুখবর নেই। বার্সার সমর্থকরাও ব্যর্থতার ছায়া থেকে বেরিয়ে আসতে চায়। ক্ষোভে ফুটছে সমর্থকরা। সমর্থকদের এই প্রতিক্রিয়ার প্রতি সম্মান দেখিয়ে মেসি বলেন- ‘আমরা নিজেরাও ক্ষুব্ধ। আসলে আমরা তো সমর্থকদের কিছু দিতে পারিনি। তাই তারা অধৈর্য্য হয়ে পড়েছে।’

এ সম্পর্কিত আরও খবর