তুরিনে রোনালদোময় এক রাত

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 21:07:27

লাৎসিও’র বিপক্ষে ২-১ গোলের দুরন্ত জয়ের ম্যাচে আলো ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রিয় দল জুভেন্টাসকে উপহার দিলেন জোড়া গোল। এতেই দারুণ এক কীর্তি গড়লেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে সেরি এ (৫১ গোল), লা লিগা (৩১১ গোল) ও প্রিমিয়ার লিগে (৮৪ গোল) কমপক্ষে ৫০ গোল করার নতুন মাইলফলকে পৌঁছে গেলেন এ মেগাস্টার।

সোমবার রাতের এ জয় দিয়ে রোনালদোর দলও শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেছে। চ্যাম্পিয়ন হতে বাকি চার ম্যাচ থেকে জুভদের দরকার এখন মাত্র চার পয়েন্ট।

২০০৭-০৮ মৌসুমের আলেসান্দ্রো দেল পিয়েরোর পর জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে সেরি এ গোল্ডেন বুট জেতার লড়াইয়ে রয়েছেন রোনালদো। সেরি এ’র গোলদাতাদের তালিকায় এখন যুগ্মভাবে শীর্ষে রয়েছে রোনালদো ও সিরো ইম্মোবাইলে। দুজনের গোল এখন সমান ৩০।

সেরি এ’র এক মৌসুমে পেনাল্টি থেকে ১২ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন রোনালদো ও ইম্মোবাইলে। ১৯৯৫-৯৬ মৌসুমে রেকর্ডটি গড়ে ছিলেন লাৎসি’র জিউসেপ সিগোনারি।

চলতি শতকে সেরি এ’তে দ্রুততম ফিফটি গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ৬১ ম্যাচ খেলেই পেলেন এ সুখবর। সব মিলিয়ে ইতালিয়ান লিগে তার গোল এখন ৫১টি। জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে সেরি এ’র এক মৌসুমে ৩০ গোল করার রেকর্ডও স্পর্শ করলেন তারকা ফরওয়ার্ড রোনালদো।

এ সম্পর্কিত আরও খবর