পিছিয়ে গেল রোনালদোদের শিরোপা উৎসব

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 18:12:01

জিতলেই শিরোপা নিশ্চিত জুভেন্টাসের। সমীকরণটা মাথায় রেখেই মাঠে নেমেছিল জুভেন্টাস। প্রতিপক্ষ যেহেতু লিগে লড়াই করে যাওয়া উদিনেস। স্বাভাবিকভাবে প্রত্যাশাটাও বড় ছিল। জুভ শিবিরও টানা নবম সেরি এ শিরোপা জয়ের উৎসবের প্রস্তুতি নিয়ে রেখেছিল। সমর্থকরাও প্রস্তুত ছিল উৎসবে সামিল হতে।

কিন্তু নাহ! অগোছালো আক্রমণে সুযোগটা কাজে লাগাতে পারেনি কোচ মাউরিজিও সারির দল। হঠাৎই দুর্দান্ত খেলা উদিনেস নিজেদের মাঠেই ২-১ গোলে হারিয়ে দিল ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে।

তিন হাজার দিন ধরে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের শিরোপা ধরে রাখার অপেক্ষাটাও বেড়ে গেল। লিগে নিজেদের শেষ তিন ম্যাচে একটি জয়ই এখন দরকার তাদের। তার মানে তিনটি পয়েন্ট পেলেই টানা নবম লিগ ট্রফি ঘরে তুলবে বিয়ানকোনেরি শিবির।

উদিনেসের মাঠে বৃহস্পতিবার রাতে অতিথি জুভেন্টাসকে ৪২তম মিনিটেই লিড এনে দেন ম্যাথিজস ডি লিগট। বিরতির পরপর মাথা ছুঁয়ে উদিনেসকে সমতায় ফেরান ইলিজা নেস্তোরোভস্কি। ইনজুরি টাইমে জুভদের হৃদয় ভেঙে স্বাগতিকদের দুর্দান্ত জয়সূচক গোল উপহার দেন সেকো ফোফানা।

ফর্ম হারিয়ে ফেলা জুভেন্টাস গত পাঁচ সেরি এ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। কিন্তু তারপরও কোচ সারি ক্যারিয়ারের প্রথম লিগ ট্রফি জিততে দৃঢ় আত্মবিশ্বাসী। জুভেন্টাসের কপাল ভালো পয়েন্ট তালিকায় তাদের নিচে থাকা আটালান্টা, ইন্টার মিলান ও লাৎসিও সবাই সম্প্রতি পয়েন্ট খুইয়েছে।

৩৫ ম্যাচ খেলে জুভেন্টাসের সংগ্রহ ৮০ পয়েন্ট। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে গেলেও অবনমন থেকে এখনো শঙ্কা মুক্ত নয়।

অন্য ম্যাচে লাৎসিও ২-১ গোলে হারিয়েছে ক্যালিয়ারিকে। এ ম্যাচেই চলতি মৌসুমে ৩১তম লিগ গোলের দেখা পেয়ে গেছেন লাৎসিও স্ট্রাইকার সিরো ইম্মোবাইলে। সুবাদে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে (৩০ গোল) টপকে গেলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর