চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে বার্সেলোনা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:45:31

বার্সেলোনা ভক্তদের জন্য দঃসংবাদ! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই এবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে লিওনেল মেসিদের। কারণ তাদের গ্রুপে আছে ইন্টার মিলান ও টটেনহ্যাম হটস্পার। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোয় ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে।

যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের জন্যও খুব একটা স্বস্তির খবর নেই। নেই তাদের গ্রুপে আছে এএস রোমা ও  সিএসকেএ মস্কো।

তবে বার্সার অস্বস্তি একটু বেশিই। ‘বি’ গ্রুপে তাদের প্রতিটি প্রতিপক্ষই শক্তিশালী। ইন্টার ইতালিয়ান লিগ সেরি এ-এর দাপুটে এক দল। গত লিগে চতুর্থ হয় তারা। অার  টটেনহ্যাম ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েকবছর ধরেই দুর্দান্ত খেলছে। এবার তৃতীয় হয়ে উঠে এসেছে চ্যাম্পিয়ন্স লিগে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস আছে চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে। তারাও আছে চাপে। কারণ লড়তে হবে ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের ভালেন্সিয়ার সঙ্গে।

রানার্সআপ লিভারপুলও আছে চাপে। ‘সি’ গ্রুপে তারা লড়বে নেইমার-কিলিয়ান এমবাপের পিএসজি আর সেরি এ'র গতবারের রানার্স আপ নেপোলির সঙ্গে।

এক নজরে দেখে নিন কে কোন গ্রুপে-

গ্রুপ ‘এ’
আতলেতিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, মোনাকো, ক্লাব ব্রুজ

গ্রুপ ‘বি’
বার্সেলোনা, টটেনহ্যাম হটস্পার, আইন্দহোভেন, ইন্টার মিলান

গ্রুপ ‘সি’
পিএসজি, নাপোলি, লিভারপুল, রেড স্টার বেলগ্রেড  

গ্রুপ ‘ডি’
লোকোমোতিভ মস্কো, পোর্তো, শালকে, গালাতাসারাই

গ্রুপ ‘ই’
বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আয়াক্স, এইকে এথেন্স    

গ্রুপ ‘এফ’
ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, অলিম্পিক লিওঁ, হফেনহাইম

গ্রুপ ‘জি’
রিয়াল মাদ্রিদ, রোমা, সিএসকেএ মস্কো, ভিক্তোরিয়া প্লজেন

গ্রুপ ‘এইচ’
জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ভালেন্সিয়া, ইয়াং বয়েজ 

এ সম্পর্কিত আরও খবর