উমর আকমলের শাস্তি কমল ১৮ মাস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 22:07:53

পিএসএলে ফিক্সিং’র প্রস্তাব পেয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানাননি উমর আকমল। এ অপরাধেই পাকিস্তানের এই ব্যাটসম্যানকে এপ্রিলে তিন বছরের জন্য নিষিদ্ধ করে বোর্ড।

এই নিষেধাজ্ঞা শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন উমর আকমল। আপিল আবেদন করে সাফল্যের দেখাও পেলেন পাকিস্তানের এই বিতর্কিত ক্রিকেটার। লাহোরে আপিল শুনানির পর বুধবার, ২৯ জুলাই তার শাস্তি অর্ধেক কমে গেছে। ফলে তিন বছরের বদলে এখন দেড় বছর মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আকমলের নিষেধাজ্ঞা ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। শাস্তির খড়গ থেকে মুক্তি পাবেন তিনি ২০২১ সালের আগস্টে। ৩০ বছরের আলোচিত ক্রিকেটার উমর আকমলের শাস্তি কমিয়েছেন পিসিবি’র নিয়োগ দেওয়া স্বাধীন বিচারক ফকির মোহাম্মদ খোখার।

শুনানি শেষে আইনজীবীদের সঙ্গে পিসিবি অফিস ছাড়ছেন উমর আকমল 

শাস্তি ১৮ মাস কমলেও খুশি নন। উমর আকমল ফের আপিল করবেন শাস্তি কমানোর জন্য।

এ সম্পর্কিত আরও খবর