মুশফিক-মাশরাফি-মাহমুদউল্লাহদের ঈদ শুভেচ্ছা

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 04:17:05

ভিন্ন এক আবহে এবার উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা। মহামারী করোনার সঙ্গে যোগ হয়েছে বন্যা। সব মিলিয়ে গোটা দেশ ভালো নেই। তারপরও জীবন তো আর থেমে থাকে না। আজ শনিবার পালিত হচ্ছে কুরবানির ঈদ। এই আনন্দের দিনে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিলেন তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। করোনামুক্ত হয়ে নিজ শহর নড়াইলে ঈদ করতে গেলেন মাশরাফি বিন মতুর্জা।

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজের সঙ্গে কোরবানিগুলোকেও কবুল করবেন। আর দুনিয়া ও পরকালে আমাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন।’

ঈদ শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসানও। পরিবারের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। সেখান থেকেই নিজের সোশাল মিডিয়াতে লিখলেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও শুভেচ্ছা জানালেন। এই অলরাউন্ডার তার পেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’

কিছুদিন আগেই করোনা মুক্ত হয়েছেন মাশরাফি। এরপরই নিজ এলাকায় ছুটে গেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক জাতীয় অধিনায়ক। শনিবার নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন তিনি। স্বাস্থ্যবিধি মেনেই চলছেন মাশরাফি।

সকালে নড়াইল সদর উপজেলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন মাশরাফি। এরপরই মাশরাফি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকারও অনুরোধ জানান নড়াইল এক্সপ্রেস খ্যাত এই বোলার।

এ সম্পর্কিত আরও খবর